WBJEE 2021: পরীক্ষার দিন পরীক্ষার্থী ও অভিভাবকদের স্টাফ স্পেশালে উঠতে দিতে হবে, রেলকে চিঠি রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে। সেজন্য তাদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিতে হবে। এই মর্মে রাজ্য সরকার রেলকে চিঠি দিয়েছে।
আজ পরিবহন দপ্তর থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে শনিবার পরীক্ষার এ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ট্রেনে চড়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি পরীক্ষার কথা মাথায় রেখে যদি ওই দিন আরও বেশি ট্রেন চালানো যায় সেই বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে যারা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদেরও বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য রাজ্যের তরফে রেলকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য করোনা সংক্রমণ মোকাবিলায় বিধি নিষেধ জারি থাকায় রাজ্য সরকার আগামী ৩০ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি। বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে মেট্রো পরিষেবা শর্তসাপেক্ষে চালু হলেও এখনই লোকাল ট্রেন চালানোর বিষয়ে সবুজসংকেত দিচ্ছে না রাজ্য।
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির দৌড়ে এগিয়ে কমলনাথ
তবে শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন লোকাল ট্রেনে উঠতে না দেওয়া হলে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও সমস্যায় পড়তে পারেন। পরিবহণ দফতর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের চিঠি দিয়ে অবিলম্বে পরীক্ষার্থীদের ও অভিভাবকদের ট্রেনে ওঠার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।
উল্লেখ্য পরীক্ষা কেন্দ্রগুলির সামনে আইনশৃঙ্খলা ব্যবস্থা যথাযথ রাখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। করোনা বিধি যাতে ভঙ্গ নাহয় সে বিষয়ে প্রয়োজনীয় নজর রাখার কথা জানানো হয়েছে।
জেলাশাসককে এই ব্যাপারে বিশেষ তৎপরতা নেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। আপাতত করোনা গ্রাফ নিম্নমুখী। সে কথা মাথায় রেখেই জয়েন এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। রাজ্যে আপাতত নির্বিঘ্নেই পরীক্ষা মেটাতে পারলে আগামী দিনের ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে স্বাভাবিকতা ফেরানো যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।