করোনার জের , বাতিল উইম্বলডন, হবে ২০২১ এ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের জেরে এ বছরের জন্য বাতিল হয়ে গেল টেনিসের অভিজাত প্রতিযোগিতা উইম্বলডন।

এ বছরের ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল এই গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু  করোনার জেরে বাতিল হয় এই প্রতিযোগিতা।

উইম্বলডন হবে আগামী বছরের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।

আরও পড়ুনঃ #Coronavirus “আপনারা ভেঙে পড়বেন না, অর্থের অভাব নেই ফিফার”

অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাবের মেইন বোর্ডের চেয়ারম্যান ইয়ান হিউইট জানিয়েছেন, ‘জনস্বাস্থ্য এবং উইম্বলডনের সঙ্গে যুক্ত প্রত্যেকের মঙ্গলের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজেই এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের মাথায় ছিল, অতীতে শুধু বিশ্বযুদ্ধের সময়ই এই প্রতিযোগিতায় বিঘ্ন ঘটেছিল। আর কোনওদিন এই প্রতিযোগিতা বন্ধ হয়নি। কিন্তু বর্তমানে সারা বিশ্বে যে সঙ্কট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বছরের প্রতিযোগিতা বাতিল করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হয়েছে।’

সম্পর্কিত পোস্ট