কবে কোথায় নির্বাচন? দেখুন এক নজরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার বিকেল সারে চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং কেরলের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল এদিন। শুক্রবার থেকেই শুরু হল নির্বাচনী আচরণ বিধি।

২৭ মার্চ থেকে শুরু হবে নির্বাচন। ৮ দফায় চলবে নির্বাচন। ২ মে সমস্ত রাজ্যের ভোট গণনা। প্রথম দফার ভোট ২৭ মার্চ। ৩০ টি আসনে হবে নির্বাচন। ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ৩০ টি আসনে। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোট হবে ৩১ টি আসনে। ৯ এপ্রিল চতুত্থ দফার ভোট হবে ৪৪ টি আসনে।

১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট হবে ৪৫ টি আসনে। ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন হবে ৪৩ টি আসনে । ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন হবে ৩৬ টি আসনে। ২৯ এপ্রিল ৩৫ আসনে হবে শেষ দফার নির্বাচন।

২৭ মার্চ প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, ঝাড়্গ্রাম, পুর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি অংশে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে বাঁকুড়ার একটি অংশ, পুর্ব মেদিনীপুরের একটি অংশে, দক্ষিণ ২৪ পরগণার একটি অংশ ভোট হবে।

১০ এপ্রিল চতুর্থ দফায় হাওড়ার একটি অংশ, হুগলীর একটি অংশ, দক্ষিণ ২৪ পরগণার একটি অংশ, আলিপুরদুয়ার, কোচবিহার। ১৭ এপ্রিল পঞ্চম দফায় উত্তর ২৪ পরগণার একটি অংশ, নডিয়ার একটি অংশ, পুর্ব বর্ধমানের একটি অংশ, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হবে ভোট।

২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগণা, নদীয়ার একটি অংশ, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুরের একটি অংশে। ২৬ এপ্রিল ভোট হবে মুর্শিদাবাদ, মালদহ, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানের একটি অংশে। শেষ দফার ভোট হবে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতা উত্তরের ৭ টি আসনে।

করোনা বিধি মেনেই হবে নির্বাচন। জানালেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা। একইসঙ্গে নিরাপত্তা এবং সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে। ভোটের আগেই পাঠানো হয়েছে নিরাপত্তা বাহিনী। জানিয়েছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।

গতবারে নির্বাচনে রাজ্যে বুথের সংখ্যা ছিল ৭৭,৪১৩। বর্তমানে তা বেড়ে হয়েছে ১,০১,৯১৬ টি। যা আগের তুলনায় ৩১.৬৫ শতাংশ বেশী। ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।

এবারে অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারবেন ৫ জন। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় প্রার্থীর সঙ্গে যেতে পারবেন দুই জন।

রাজ্যে এবার দু’জন পুলিশ অবজারভার রাখা হয়েছে। ওই পদ থাকবেন বিবেক দুবে এবং মৃণাল ক্রান্তি দাস। এর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভার ছিলেন বিবেক দুবে। বিশেষ পর্যবেক্ষক থাকবেন অজয় নায়েক। যিনি বিহার নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট