West Bengal Assembly Election 2021- ভোটের আগে মুকুল রায়ের নিরাপত্তা বাড়ালো স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তাঁকে বলা হয় বঙ্গ রাজনীতির চাণক্য। এতদিন তিনি ভোট চেয়ে এসেছেন তাঁর দলের প্রার্থীদের জন্য। এবার প্রায় কুড়ি বছর পর তিনি নিজে হাঁটবেন রাস্তায়। ভোট চাইবেন তাঁর নিজের জন্য। তিনি মুকুল রায়। নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন মুকুল রায়।

তাই নির্বাচনের আগে যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ল মুকুল রায়ের। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ সে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন চলাকালীন জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকুল রায়।

এতদিন ওয়াইপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। জেড ক্যাটাগরিতে মুকুল রায়ের নিরাপত্তায় থাকবেন ৩৩ জন সিআরপিএফ। তাদের মধ্যে ১০ জন সশস্ত্র এবং তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত চালক।

মুকুল রায়ের বাড়িতেও মোতায়েন করা হবে তাদের। ২৪ ঘন্টা তার সঙ্গে থাকবেন ৬ জন সিকিউরিটি অফিসার। নির্বাচনের আগে মুকুল রায়ের নিরাপত্তা বাড়ানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

West Bengal Assembly Election 2021-রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অপসারিত সুরজিৎ কর পুরকায়স্থ। 

উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনে এ বাংলায় ১৮ টি আসনে পদ্ম ফোটানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। মূলত তাঁর কাঁধে ভর দিয়েই পশ্চিমবঙ্গের বুকে শুরু হয়েছিল মোদি লেহের। ১৯ এ হাফ ২১সে সাফ স্লোগানকে সামনে রেখেই যাত্রা শুরু করেছিল বিজেপি।

২০২১ এর নির্বাচনের প্রাকমুহুর্তে দাঁড়িয়ে নতুন করে সেই মোদি লেহের বইতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। অন্তত তেমনটাই দাবি করছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। বিজেপিতে যোগ দিয়ে সেই মোদি লেহের আরো ইন্ধন জুগিয়েছেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। যা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং।

প্রথম দফার নির্বাচন  ২৭ মার্চ। আট দফায় হবে এবারের নির্বাচন। ২মে নির্বাচনের ফল প্রকাশ। তারপরেই বোঝা যাবে বাংলার কুর্সী থাকবে কার দখলে?

সম্পর্কিত পোস্ট