West Bengal Assembly Election- বাঁকুড়ায় TMC পার্টি অফিসে বিস্ফোরণ, আহত ৩

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পোহালেই নির্বাচন। বাঁকুড়ার জয়পুরের উত্তরপাড়ে তৃণমূলের দলীয় অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ৩। তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

ভোটের আগের দিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূলের ওই অফিসে বিস্ফোরণ মজুত করা হচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ। জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন এই ঘটনায় তৃণমূলের কোন হাত নেই।

তাঁর অভিযোগ বিগত বেশ কয়েকদিন ধরে এই এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছিল বাম এবং আই এস এফ। অবশেষে প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন দুপুর বেলা তারা এই ঘটনা ঘটায়।

তাঁর আরও অভিযোগ বাম এবং আইএসএফ এই ঘটনা ঘটিয়ে অভিযোগের দায় চাপিয়েছে তৃণমূলের ওপর। যা সম্পূর্ণভাবে মিথ্যা।

রাত পোহালেই বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, রাইপুর ও রাণীবাঁধে নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী তৎপরতা তুঙ্গে। তারই মাঝে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

এবিষয়ে সিপি(আই)এম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের সঙ্গে দ্য কোয়ারি যোগাযোগ করলে তিনি বলেন, যারা বাঁকুড়াতে আছেন তাঁরা ভালো বলতে পারবেন। তবে তৃণমূল থেকে যারা দলবদল করে বিজেপিতে যাচ্ছেন তাঁদের ঘাঁটি গুলিকে তল্লাশি করতে হবে।

কারণ, প্রতিবারেই নির্বাচনের আগেই পার্টি অফিসগুলো অস্ত্রভাণ্ডারে পরিণত হয়। এবিষয়ে নির্বাচন কমিশনের কমিশনের পদক্ষেপ নেওয়া দরকার। প্রয়োজনে পুলিশ কুকুরের ব্যবহার করা দরকার বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট