West Bengal Assembly Election- বাংলায় সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে কমিশনে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার ফের সুষ্ঠু নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগের দিনই তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে গ্রামে গ্রামে বহিরাগতরা অস্ত্রসহ জমায়েত হচ্ছে।
এদের মূল লক্ষ্য ভোটে অশান্তি তৈরি করা। কমিশন এ বিষয়ে হস্তক্ষেপ করুক। নির্বাচনে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী আনা হলেও তারা শুধুমাত্র বড় রস্তায় ঘুরছে, গ্রামের ভিতরে যাচ্ছে না। তাই বহিরাগতরাও ধরা পড়ছে না।
বৃহস্পতিবার দিনই কাঁথি শহরেন জনা চল্লিশ বহিরাগত অস্ত্র সমেত ধরা পড়েছে। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।বহিরাগতরা এসে যেন বাংলার মানুষের ভোটাধিকার লুঠ না করে। আমরা প্রমাণ সহ নির্বাচন কমিশনকে সব জানিয়েছি। আশা করব ওনারা গুরুত্ব দিয়ে এগুলি বিচার করবেন।’
এদিন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
West Bengal Assembly Election- করোনা আবহে রাজনৈতিক প্রচার টিভিতে করার আর্জি খারিজ হাইকোর্টের
এদিন কমিশনের কার্যালয় থেকে বেড়িয়ে কাকলি সাংবাদিকদের জানান, ‘পুর্ব মেদিনীপুরের পটাশপুর, খেজুরি, এগরা ও নন্দীগ্রামে হামলার সম্ভাবনা রয়েছে। সেই খবর আছে আমাদের কাছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। সেই রকম ব্যবস্থা করতেই বলেছি। খেজুরির প্রার্থীকেও মারা হয়েছে। তার প্রমানও আছে আমাদের কাছে। নন্দীগ্রামের কিছু বাড়িতে দুষ্কৃতীরা জমা হয়েছে। এরা কেউ এলাকার ভোটার নয়। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন যথাযথ ভাবে হচ্ছে না। নাকা চেকিং হচ্ছে আর সেটাও বড় রাস্তায়। আর যেহেতু গ্রামে যাচ্ছে না তাই গ্রামেই এখন বহিরাগতরা লুকিয়ে থাকছে। সেই বিষয়ে স্পষ্ট অভিযোগ করেছি। রামনগর, ভগবানপুর নিয়েও অভিযোগ করেছি।
‘ এদিন কাকলিদেবীকে দিলীপ ঘোষের ‘বারমুডা’ মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। কেননা তৃণমূল সেই মন্তব্যের জেরে কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশও জানিয়েছে।
সেই প্রসঙ্গে এদিন কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘দিলীপ ঘোষের এই মন্তব্যে বোঝা যায় তারা কোনও মহিলাকে সম্মান করে না। উত্তরপ্রদেশ দেখে বোঝা যায়, এরা মহিলাদের সমকক্ষ ভাবে না। এরা তাই মা দুর্গাকেও অপমান করে।’