West Bengal Election:১২ বছর পর লালগড়ে ভোট দিলেন ছত্রধর মাহাতো

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ ১১ বছর পর লালগড় কেন্দ্রের বুথে ভোট দিলেন ছত্রধর মাহাতো। এদিন স্ত্রী নিয়তি এবং ছেলে ধৃতিপ্রসাদকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান ছত্রধর।

এদিন ভোট দিয়ে ছত্রধর বলেন, ১১ বছর পর আবার ভোট দিলাম। তাই অনুভূতি অন্যরকম। আগে যখন ভোট দিয়েছিলাম তখন দল ক্ষমতায় ছিল না। এখন দল ক্ষমতায় রয়েছে। একুশের নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবী করেছেন তিনি।

তিনি আরও বলেন, দলের দুর্দিনে ছিলাম। এখনও রয়েছি। দলনেত্রী আমাকে মর্যাদা দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ। নিজেকে নিংড়ে দিয়ে দলকে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।

২০০৯ সালে শেষবার ভোট দিয়েছিলেন। ২০১১ সালে দল তাঁকে প্রার্থী করেছিল। জেলের ভিতর থেকে লড়েছিলেন সেবার। কিন্তু জয়লাভ করতে পারেননি। এমনকি নিজের ভোট নিজেও দিতে পারেননি ছত্রধর।

২০০৯ সালে শালবনীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলায় নাম জড়ায় ছত্রধর মাহাতোর। তাঁর ওপর ইউএপিএ লাগু করা হয়। এবিষয়ে তদন্ত জারি রেখেছে এনআইএ।

এনআইএর নোটিশ থাকলেও তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি। যদিও শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি বলে জানিয়েছেন ছত্রধর। আইনের ওপর তাঁর আস্থা রয়েছে। আদালতকে সম্মান করেন।

এবারের নির্বাচনে ঝাড়্গ্রামে তৃণমূল বিজেপিকে ৪-০ করবে। আশাবাদী তৃণমূলের রাজ্য সম্পাদক।

সম্পর্কিত পোস্ট