West Bengal Election: নিরাপত্তা বাড়ানো হল বিজেপি প্রার্থী অশোক দিন্দার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার প্রচারে বেরিয়ে আক্রান্ত হন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। ঘটনায় প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন প্রার্থী নিজেই। বৃহস্পতিবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি।
বুধবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাবেন অশোক দিন্দা। থাকবে হোম প্রোটেকশান এবং ক্লোজ প্রোটেকশান টিম। প্রায় ২০ জন সিআরপিএফ বিজেপি প্রার্থীর নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার প্রচার সেরে বাড়ি ফেরার পথে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী সহ আরও একজন গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ West Bengal Election: ভোটের আগে নন্দীগ্রামে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হামলার অভিযোগ উরিয়ে দিয়েছে তৃণমূল। থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী।
সদ্য ক্রিকেটের ময়দান থেকে অবসর নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছেন অশোক দিন্দা। এবারে ময়না কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি। তৃণমূলের সংগ্রাম দোলুইয়ের বিরুদ্ধে লড়াই তাঁর। অন্যদিকে মানিক ভৌমিককে প্রার্থী করেছে কংগ্রেস। দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ নজর রয়েছে এই তারকা প্রার্থীর দিকে।