West Bengal Election: অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়, আজই প্রকাশিত হচ্ছে না তৃণমূলের ইস্তেহার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত এবং আঘাতপ্রাপ্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার কাজ স্থগিত রেখেই তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বৃহস্পতিবার তৃণমূলের ইস্তেহার প্রকাশের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী অসুস্থ থাকার কারণে সেই কর্মসুচী স্থগিত রাখা হয়েছে।

বুধবার দুপুরে হলদিয়ার এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে রাত কাটানোর কথা ছিল তার। বিকেলে রানিচকে একটি মন্দিরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে পড়ে যান তিনি।

অভিযোগ, তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন চার পাঁচ জন। ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয় বলে অভিযোগ তোলেন তিনি। এমনকি ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবী করেন মমতা।

এরপরেই গ্রীন করিডোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে নয় সদস্যের একটি মেডিকেল টিম।
মুখ্যমন্ত্রী বাঁ পায়ের পাতায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। বাম পায়ে প্লাস্টার করা হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে উপস্থিত হন জেলাশাসক বিভু গোয়েল। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বাক্য বিনিময়ের পর শুরু হয় হাতাহাতি।

সম্পর্কিত পোস্ট