পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে বিপুল কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি
গ্রামীণ ডাক সেবক পদে ২,০২১টি শূণ্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল।নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রামীণ ডাক সেবক পদে ২,০২১টি শূণ্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল।নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে।
ডিভিশন অনুযায়ী শূন্যপদগুলি হল–
বারাসাত: বারাসাত হেড অফিসে মোট শূন্যপদ ৫৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৩৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২২টি)।
বীরভূম: সিউড়ি হেড অফিসে মোট শূন্যপদ ১৩৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৮১টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৫৬টি)।
কলকাতা সাউথ: আলিপুর হেড অফিসে মোট শূন্যপদ ৩৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)। টালিগঞ্জ হেড অফিসে মোট শূন্যপদ ৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)।
কলকাতা ইস্ট: বেলেঘাটা হেড অফিস: মোট শূন্যপদ ১টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)।
কলকাতা নর্থ: বড়বাজার হেড অফিসে মোট শূন্যপদ ৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)। কাশীপুর হেড অফিসে মোট শূন্যপদ ৩টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)।
আরও পড়ুনঃ ৬৯ দিন পর খুলল শাহিনবাগের রাস্তা
মুর্শিদাবাদ: বহরমপুর হেড অফিসে মোট শূন্যপদ ৯৫টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৭৫টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২০টি)। কান্দি হেড অফিসে মোট শূন্যপদ ৪৩টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৩৪টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৯টি)। রঘুনাথগঞ্জ হেড অফিসে মোট শূন্যপদ ১৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৯টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৮টি)।
নদিয়া নর্থ: কৃষ্ণনগর হেড অফিসে মোট শূন্যপদ ৩৩টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ২২টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১১টি)। নবদ্বীপ হেড অফিসে মোট শূন্যপদ ৪৪টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৯টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৫টি)।
নদিয়া সাউথ: কল্যাণী হেড অফিসে মোট শূন্যপদ ৯টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৩টি)। রানাঘাট হেড অফিসে মোট শূন্যপদ ২৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১২টি)।
নর্থ প্রেসিডেন্সি: ব্যারাকপুর হেড অফিসে মোট শূন্যপদ ৩৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ২৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১০টি)। বেলঘরিয়া হেড অফিসে মোট শূন্যপদ ১৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২টি)।
সাউথ প্রেসিডেন্সি: বারুইপুর হেড অফিসে মোট শূন্যপদ ১৪৫টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৯৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৪৯টি)। ডায়মন্ড হারবার হেড অফিসে মোট শূন্যপদ ২৫টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৪টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১১টি)।
আরএমএস ওয়েস্ট বেঙ্গল ডিভিশনের: এএইচআরও হাওড়া আরএমএস হেড অফিসে: মোট শূন্যপদ ১৬টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)। এইচআরও হাওড়া হেড অফিসে: মোট শূন্যপদ ৯টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)।
কোচবিহার: কোচবিহার হেড অফিসে: মোট শূন্যপদ ৬১টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৩৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৩টি)।
দার্জিলিং: দার্জিলিং হেড অফিসে: মোট শূন্যপদ ১৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১১টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৬টি)। শিলিগুড়ি হেড অফিসে: মোট শূন্যপদ ১০টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৪টি)।
জলপাইগুড়ি: জলপাইগুড়ি হেড অফিসে: মোট শূন্যপদ ৩৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ২৪টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১৪টি)। মাল হেড অফিসে: মোট শূন্যপদ ৯টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৭টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২টি)।
মালদা : মালদা হেড অফিসে মোট শূন্যপদ ৬৬টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৩৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৮টি)।
পশ্চিম দিনাজপুর: বালুরঘাট হেড অফিসে মোট শূন্যপদ ৭৩টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৫০টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৩টি)।
আসানসোল: আসানসোল হেড অফিসে মোট শূন্যপদ ২৪টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৩টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১১টি)। দুর্গাপুর হেড অফিসে মোট শূন্যপদ ৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৫টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৩টি)। রানীগঞ্জ হেড অফিসে মোট শূন্যপদ ২২টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৫টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৭টি)।
বাঁকুড়া: বাঁকুড়া হেড অফিসে মোট শূন্যপদ ১১৫টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৭১টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৪৪টি)।
বর্ধমান: বর্ধমান হেড অফিসে মোট শূন্যপদ ৪৬টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ২৩টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৩টি)। কাটোয়া হেড অফিসে মোট শূন্যপদ ২৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ২০টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৮টি)।
কন্টাই: কন্টাই হেড অফিসে মোট শূন্যপদ ১২২টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৮৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৩৪টি)।
হুগলি নর্থ: আরামবাগ হেড অফিসে মোট শূন্যপদ ২৬টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ১৪টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১২টি)। চুঁচুড়া হেড অফিসে মোট শূন্যপদ ৬৬টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৪০টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৬টি)।
হাওড়া: হাওড়া হেড অফিসে মোট শূন্যপদ ৬৯টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৪৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৩টি)। সালকিয়া হেড অফিসে মোট শূন্যপদ ৮টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক)।
মেদিনীপুর: ঝাড়গ্রাম হেড অফিসে মোট শূন্যপদ ৭৪টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৪৯টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৫টি)। মেদিনীপুর হেড অফিসে মোট শূন্যপদ ১০৯টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৭৬টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৩৩টি)।
পুরুলিয়া: পুরুলিয়া হেড অফিসে: মোট শূন্যপদ ৯৭টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৬৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৯টি)।
তমলুক: তমলুক হেড অফিসে মোট শূন্যপদ ৭৫টি (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক ৪৮টি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার ২৭টি)।
শিক্ষাগত যোগ্যতাঃ
দশম শ্রেণি পাশ প্রার্থীরা ম্যাথমেটিক্স এবং ইংরেজি এই দুটি বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ দিনের বেসিক কম্পিউটার কোর্সের ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়সঃ
বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনঃ
মাইনে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক পদের ক্ষেত্রে ১০,০০০ বা ১২,০০০ টাকা এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে ১২,০০০ বা ১৪,৫০০ টাকা।
আবেদন পদ্ধতিঃ
ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ মার্চের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর। এটি লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন সংশ্লিষ্ট সার্কেলের হেড বা অন্যান্য পোস্ট অফিসে। ফি জমা দেওয়ার সময় পোস্ট অফিসের কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বরটি জানাতে হবে। পোস্ট অফিসের নামের তালিকা পাবেন ওপরে বলা ওয়েবসাইটে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচে লিঙ্কে।