Westbengal Budget : বাংলার অর্থনীতিকে চাঙ্গা রাখতে নয়া পদক্ষেপ রাজ্যের, বাজেটে নজর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট ( Westbengal Budget )। এবারের বাজেট অনেকগুলি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, করোনা পর্বের দু’বছরের অর্থনৈতিক ডামাডোলের মধ্যে হতে চলেছে এই বাজেট ( Westbengal Budget )। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বঞ্চনা সত্বেও বাংলার অর্থনীতিকে চাঙ্গা রাখতে রাজ্য কী কী পদক্ষেপ নেবে, তা পরিস্কার হবে এই বাজেটে।

গতবারের বাজেটে তৃণমূল স্তরে মানুষের হাতে নগদের জোগান নিশ্চিত করায় জোর দেওয়া হয়েছিল।  আবার গত আট ন’মাসে রাজ্যের কোষাগারের উপর চাপও বেড়েছে অনেকগুণ। সূত্রের খবর, এবারের বাজেটে সামাজিক প্রকল্প ও কৃষি ক্ষেত্রে উন্নয়ন চালিয়ে যাওয়ার পাশাপাশি পদক্ষেপ নেওয়া হতে পারে শিল্পায়ন এবং রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রেও।

Westbengal Budget

প্রসঙ্গত বৃহস্পতিবার  বাজেট অধিবেশনের ( Westbengal Budget ) সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন।

TMC in Tollywood : তৃণমূলের রাজ্য কমিটিতে টলিউডের দাপট

তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে। শাসকদলের মহিলা সদস্যদের প্রতি অমর্যাদাকর কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, বাক্য প্রয়োগ করা হয়েছে।বিধানসভার গরিমা রক্ষায় বিরোধীদলের ভূমিকা আছে বিজেপি তা পালন করছে না বলেও পার্থবাবু অভিযোগ করেন। পার্থবাবু নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তীব্র সমালোচনা করেন।

পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, বিরোধিতার নামে বিজেপি যে নাটক মঞ্চস্থ করেছে তা রাজ্যপালেরই মস্তিষ্কপ্রসূত। তবে সেদিন বিরোধী দলের তরফে যে চক্রান্ত করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে বলেও তাপস বাবু মন্তব্য করেন। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও আলোচনায় অংশ নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন। বিজেপির কোন সদস্য অবশ্য এই আলোচনায় অংশ নেয়নি। আলোচনা শেষে বিরোধীশূন্য সভায় ধ্বনি ভোটে নিন্দা প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট