বাসের রুট বদলে আমজনতার রুটিরুজিতে কোপ, বিপর্যস্ত বর্ধমানের একাংশের জনজীবন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ । কিন্তু সেই বাণিজ্যে লক্ষ্মী আজ বেসামাল। কারণ পরিস্থিতির চাপে এবং প্রশাসনের যথাযথ নজরদারির অভাব। বর্ধমান শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে উল্লাস বাসস্ট্যান্ড

আজ প্রায় তিন মাস হতে চলল শহরের ওপর দিয়ে দক্ষিণ দামোদরের কোন বাস আর শহরমুখী হয় না। শুধু দক্ষিণ দামোদর নয়, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাস এখন উল্লাসের মোড় থেকে সোজা বাইপাস হয়ে সদরঘাট হয়ে কৃষক সেতু ব্রিজের উপর দিয়ে বাস চলে যায়।

শুধুমাত্র শহরে টাউন সার্ভিস বাস চলাচল করে। বাসের রুট বদলে শহরে বাস চলবে না।  তা বড় বড় অক্ষরে জেলা প্রশাসনের নির্দেশ জ্বলজ্বল করছে। অন্যদিকে উল্লাস মোড় পুলিশ লাইন বাজার, বড়নীলপুর , বিরহাটা, সদরঘাট রোড, বের মোড়, তেলিপুকুর এই বিস্তীর্ণ এলাকায় বাসকে কেন্দ্র করে বহু ছোট-বড় দোকান এবং বড় বড়শপিং মল তৈরি হয়েছে। আজ বিগত তিনমাস হল কোন ক্রেতা সেই দোকানে আসছেন না।

বাসের রুট বদলে আমজনতার রুটিরুজিতে কোপ,

কারণ শহরের উপর দিয়ে কোনো বাস এখন আসছে না। বর্ধমান শহরে ব্যবসার মূল খদ্দের হল দক্ষিণ দামোদর, রায়না, মিরেপোতা, শেয়ারা বাজার, উচালন, একলক্ষী, এদিকে খণ্ডঘোষ, সোনামুখী। বিভিন্ন অঞ্চলের মানুষ যাই কিনুন না কেনো সবটাই বর্ধমানের ওপর নির্ভরশীল। তা এখন পুরোপুরি বন্ধ। এর ফলে যে সমস্ত দোকানদাররা বিনিয়োগ করে দোকান করেছেন তাদের কপালে হাত।

এরপর যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যার পানের দোকান, চায়ের দোকান, ছোট ছোট দোকান যারা করেছেন তাদের অবস্থা আরো করুন। পাশাপাশি যারা টোটো চালান তাদেরও যাত্রী হচ্ছে না। ফলে শূন্য হাতেই বাড়ি ফিরতে হচ্ছে। এতো গেল ব্যবসার কথা।

Kalighat Skywalk: শুরু হল কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ

দক্ষিণ দামোদর থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রী শহরে পড়তে আসেন তাদের দুটো টোটো নিয়ে পাল্টে যেতে হয়। বিপুল খরচ টোটো ভাড়া। ভাবুন তো সেই পরিবারগুলোর অবস্থা! পাশাপাশি যারা চিকিৎসা করাতে আসতেন বর্ধমান শহরের অধিকাংশ মানুষ তাদের অবস্থাই বা কী! এর উত্তর কে দেবে?

অথচ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হুগলি, বাঁকুড়া ,দুই মেদিনীপুর, পুরুলিয়ার প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসতেন। বাসের রুট বদলে পরিবহন ব্যবস্থা না থাকার কারণে তারা চিকিৎসা করাতে পারছেন না। সব মিলিয়ে বাসের রুট বদলে এক ভয়ঙ্কর পরিস্থিতির ওপর দাঁড়িয়ে বর্ধমান শহরের দোকানদার থেকে ছোট ব্যবসাদার ও ছাত্রছাত্রীরা।

সম্পর্কিত পোস্ট