টিকা নিতে গিয়ে হাতাহাতি, চরম বিশৃঙ্খলা বারাসাত হাসপাতালে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে অমিল ভ্যাকসিন। কেউ প্রথম ডোজ নিলেও পাচ্ছেননা দ্বিতীয় ডোজ। আবার কারোর এখনও প্রথম ডোজটাও নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিদিন চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন আমজনতা। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও দিনের শেষে মিলছেনা ভ্যাকসিন।
ভ্যাকসিন নিতে গিয়ে চরম বিশৃঙ্খলা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেল মানুষকে। ঘটনাস্থল বারাসাত হাসপাতাল। লাইনে কে আগে কে পরে তাই নিয়েই শুরু হয় বচসা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় ডোজ এর টিকা নেওয়ার জন্য বুধবার ভোর রাত থেকে লাইন দিয়েছিলেন বাসিন্দারা। সেখানেই শুরু হয় লাইনে কে আগে রয়েছে কে পরে তা নিয়ে তর্কাতর্কি। মুহুর্তের মধ্যে তা বদলে যায় হাতাহাতিতে। উধাও করোনা সতর্কতা বিধি। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করতে এগিয়ে আসেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুঁসে ওঠেন লাইনে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ হাসপাতালে একাংশের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে অনেকেই লাইনে পরে থেকেও এগিয়ে যাচ্ছেন আগে ভ্যাকসিন নিতে।
প্রথম সারির করোনা যোদ্ধা হয়েও ভ্যাকসিন থেকে বঞ্চিত কোভিড হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা
তার জেরে অন্যান্য টা পড়ছেন সমস্যায়। পরিস্থিতি সামাল দিতে বারাসাত থানা থেকে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। তারপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
১৯ এপ্রিল বারাসাত হাসপাতালের টিকার লাইনে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। তারপর থেকেই সেই ছবি অব্যাহত রাজ্যের বিভিন্ন হাসপাতালে।
বারাসাত হাসপাতালের পাশাপাশি এদিন টিকা পেতে ব্যাপক হয়রানির শিকার হন দেগঙ্গা সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে টিকার সরবরাহ যথাযথভাবে না হওয়ায় এই সমস্যা হচ্ছে।
করোনা পরিস্থিতিতে কমবেশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই ধরনের ছবি উঠে আসছে। এখন প্রশ্ন কবে মিটবে টিকার এই সমস্যা?