প্রধানমন্ত্রীর প্যাকেজকে স্বাগত জানালেও বিস্তারিত তথ্যের দিকে তাকিয়ে তৃণমূল
রাহুল গুপ্ত
আর্থিক প্যাকেজকে স্বাগত জানালেও বিস্তারিত তথ্য নিয়ে কেন্দ্রকে খোঁচা তৃণমূলের। মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা ঘোষণা করেছেন।
কিন্তু শুধু এই ঘোষণাতেই ভুলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী ঘোষণার পরই তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। তাতে এই প্যাকেজকেই কটাক্ষ করেছেন তিনি।
তিনি বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি বাক্স এবং তার বাইরের সুন্দর ব্যাপার সম্পর্কে জানতে পারলাম। কিন্তু সেই বাক্সের মধ্যে কি রয়েছে তা দেশের মানুষ জানতে পারেনি। এর জন্য তাদের আরও অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বন্ধ বিজন সেতু, কোন রুটে চলবে গাড়ি?
ডেরেকের ভাষায়, কুড়ি লক্ষ কোটি প্রতিশ্রুতি এবং দেশের জিডিপির ১০ শতাংশের কথা এই প্যাকেজে বলা হয়েছে। তবে আমাদের অতীত অভিজ্ঞতা বলছে এর পিছনে কিছু লুকোনো কন্ডিশন রয়েছে। কারণ শুধু প্যাকেজের ঘোষণা এখানে করা হয়েছে সেই প্যাকেজের বিস্তারিত তথ্য তিনি দেননি।
এদিন ডেরেক স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও আর্থিক প্যাকেজ স্বাগত তবে বিস্তারিত বিবরণ কই? এই প্যাকেজে অর্থ ধার করে আসবে, টাকা ছাপিয়ে আসবে না কর ছাড় দিয়ে আসবে? নাকি পুরোনো প্রকল্পগুলি রি-প্যাকেজিং করে?
অথচ পরিযায়ী শ্রমিকরা যে ক্রীতদাসে পরিনত হচ্ছে, পিএম কেয়ার ফান্ড, রাজ্যগুলির পাওনা টাকা, তা নিয়ে কোনও কথা নয়?