অর্থমন্ত্রীর পরিবর্তে মুখ্যমন্ত্রী কেন? বাজেট বয়কট করলেন বিজেপি বিধায়করা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার বিধানসভায় পেশ হল অন্তর্বর্তীকালীন বাজেট। এদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিধানসভার বাজেট শুরু হতেই বিধানসভার ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। চলে ‘জয় শ্রীরাম’ শ্লোগান।

গন্ডগোলের জেরে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে মুখ্যমন্ত্রী কেন? প্রশ্নও তুলেছেন বিরোধীরা। পাশাপাশি এটাকে অনৈতিক বাজেট বলছেন বিজেপির বিধায়করা।

এর আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করেছে বাম-কংগ্রেস। বিধানসভায় বিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট