করোনা থাবাঃ বাদল অধিবেশন মাত্র ১ দিনেই শেষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমনের জেরে মাত্র একদিনে শেষ হয়ে যাবে বিধানসভার বাদল অধিবেশন। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে সর্বদলীয় বৈঠক বসে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

যদিও আগে ঠিক হয়েছিল আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বসবে বিধানসভার বাদল অধিবেশন। কিন্তু এ দিন সংক্রমণের কথা ভেবে তৃণমূল পরিষদীয় দলের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলা হয় ।

এরপরই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ঘটনাচক্রে, আগামীকাল শোক প্রস্তাবের পর প্রথমার্ধ মুলতবি হয়ে যাবে বিধানসভা। তারপর দ্বিতীয়ার্ধে কোর্ট ফি সংশোধনী বিল ২০২০ নিয়ে আলোচনা হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/if-the-promise-made-by-the-chief-minister-is-not-kept-the-vrp-organization-warns-of-a-bigger-movement-in-the-coming-days/

এই বিল পাশ হয়ে গেলেই এবার এবারের মত মুলতবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। বাম-কংগ্রেস পরিষদীয় দল এভাবে সংক্ষিপ্ত বিধানসভা চালানোর ক্ষেত্রে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

এদিন বিধায়ক বিধানসভার কর্মীর নিরাপত্তা রক্ষী ও সাংবাদিকদের বিনামূল্যে কোভিড টেস্ট করা হয়। বাদল অধিবেশনের মাথায় রেখেই এই পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, এবার স্বল্পকালীন অধিবেশন হওয়ায় থাকছে না কোনো রকম প্রশ্ন উত্তর পর্ব। বিধানসভা সূত্রে এমনও জানা যাচ্ছে, করোনা সংক্রমণ নিয়ে বিধায়কদের আতঙ্কের কারণেই হয়তো অধিবেশনের দিন কমিয়ে একদিন করে দেওয়া হল।

সম্পর্কিত পোস্ট