কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বিধানসভায় তৃতীয়বারের জন্য অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আর এইদিন বিধানসভাতেই বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘জনগণের রায় মেনে নিতে পারছে না বিজেপি । তাই শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠিয়ে সরকারকে অসুবিধায় ফেলতে চাইছে ।’’ তাঁর সাফল্যে নারীশক্তি ও তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
উল্লেখ্য, অধ্যক্ষ নির্বাচনে এদিন বিজেপির কেউ উপস্থিত ছিল না । গতকালই তারা জানিয়ে দিয়েছিল অধ্যক্ষ নির্বাচনের দিন তারা বিধানসভা বয়কট করবেন । সেইমতো এদিন বিধানসভায় বিজেপির কোনও সদস্য উপস্থিত ছিলেন না । এরই সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি ।
‘ কমিশনের সাহায্য না থাকলে বিজেপি ৩০ আসনও পেত না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ” আজও যাঁরা অহঙ্কারি, তাঁদের পতন অবশ্যম্ভাবী ৷’’মমতা আরও বলেন, “বাংলার মানুষ প্রমাণ করেছেন বাংলার মানুষ মাথা নত করে না । মানুষের জয় ওরা মেনে নিতে পারছে না । সেই কারণেই এইরকম করেছে । ২৪ ঘণ্টা শপথ নেয়নি একটা সরকার, ওরা লোক পাঠিয়ে দিয়েছে। বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে ।”
মুখ্যমন্ত্রীর কথায়, কোভিড পরিস্থিতিতে বাংলার মানুষের সবার আগে প্রয়োজন টিকা, প্রয়োজন অক্সিজেন । কিন্তু তা দেওয়ার বদলে বিজেপি রাজনীতি করছে । মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চিঠি লিখেছিলাম যা টাকা লাগবে রাজ্য সরকার দেবে ৷ আমরা সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাই । কিন্তু কেন্দ্র তা মানেনি । ভ্যাক্সিনেশনের সবটা রাজ্যের হাতে নেই । এটা কেন্দ্রের হাতে । অক্সিজেনের বিষয়টাও আমাদের হাতে নেই । তাও কেন্দ্রের হাতে রয়েছে । দিল্লি সাড়ে সাতশ মেট্রিক টন অক্সিজেন পাচ্ছে তাতেই আমরা খুশি । কিন্তু এই মুহূর্তে বাংলার সাড়ে পাঁচশো মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন ।
এখান থেকে অক্সিজেন অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে । কী অপরাধ করেছে বাংলা ! কেন বাংলার সঙ্গে এই বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে ।’’ডবল ইঞ্জিন সরকার নিয়েও এদিন বিজেপিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “ডাবল ইঞ্জিন নয়, মানুষ ডাবল সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছে । নির্বাচনে ঐতিহাসিক সাফল্য তৃণমূলের ।’’ তাঁর এই সাফল্যে নারীশক্তি ও তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন মমতা ৷
৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন তৈরি নিয়েও কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, “আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে । ওই টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত । মাত্র তিরিশ হাজার কোটি দিলেই ভ্যাকসিন দেওয়া যেত । এদিকে, ৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন তৈরি করা হচ্ছে ।”