নারীরাই সমাজের ভিত্তি, আন্তর্জাতিক নারী দিবসে ট্যুইট মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারীরাই সমাজের ভিত্তি।আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে এমন ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন তিনি যে ট্যুইট করেন তার প্রথম ভাগের লক্ষ্য ছিল রাজ্যের সাধারণ মহিলারা।
তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও তাঁর সরকার নারী স্বাধীনতার জন্য কাজ করে যেতে পারবে। তিনি বলেন, তাঁর সরকার সর্বদাই মহিলাদের স্বার্থরক্ষায় কাজ করছে। গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা ও উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ করে চলেছে সরকার।
তিনি আরও বলেন, বাংলার সরকার মহিলাদের সংসারের কর্তী হিসেবে চিহ্নিত করেছে। সেকারণে রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড বিলি হয় পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে।
তিনি আরও বলেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার সরকার নারী স্বাধীনতা ও উন্নয়নের জন্য একের পর এক কাজ করতে পারছে।
West Bengal Assembly Election- বিজেপিতে তণুশ্রী, সোনালী, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, খেলা হবে-আমি স্ট্রাইকার পদ্ম হাতে মন্তব্য দিপেন্দুর
ক্ষমতায় আসার পরই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে প্রথমে পিছিয়ে পড়া ছাত্রীদের স্কুলমুখী করতে আগ্রহী করা হয়েছে। পরবর্তীকালে এই প্রকল্পের সুবিধে পাচ্ছে রাজ্যের সব ছাত্রীরা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পড়ুশুনা এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রূপশ্রী প্রকল্পও নারী কল্যানের বিশেষ গুরুত্বপূর্ণ।
ট্যুইটের দ্বিতীয় ভাগে তিনি লেখেন, মহিলারাই হল সমাজের ভিত্তি। তাঁরাই সমাজের গর্ব। একই সঙ্গে তিনি এদিন ট্যুইটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে স্বাগতও জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আন্তর্জাতিক নারী দিবসের অভিনন্দন বার্তা দেন।
রাজনৈতিক দ্বিচারিতায় দিশেহারা আমজনতা, খোঁজ চলছে স্থায়ী সদস্যদের
ট্যুইটের অন্তিমভাগে তিনি লেখেন, ট্যুর্নামেন্টের প্রথম থেকেই সব ম্যাচ দেখছেন তিনি। রবিবারই ফাইনাল খেলা। একের পর এক ম্যাচ জিতে ভারতের মহিলারা বিশ্বের দরবারে দেশকে সম্মানিত করেছেন। ফাইনালে দেশের মহিলা ক্রিকেট দলের সাফল্য কামনা করেনও তিনি।