বুধবারেই আছড়ে পড়তে পারে ‘যশ’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবারেই আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় যশ। আবহাওয়া দফতরের খবর, ঘুর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকুলে। তার আগে মঙ্গলবার থেকেই উপকুলবর্তী এলাকাগুলিতে শুরু হবে বৃষ্টিপাত।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর এবং পুর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ২২ মে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষমতা বাড়াবে ২৪ মে অবধি।

২৩ মে আন্দামান উপকুলে এর গতিবেগ থাকবে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এমনটাই অনুমান আবহাওয়াবীদদের৷ বুধবার অবধি এর গতিবেগ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এখন থেকেই বাড়তি সতর্কতা রয়েছে উপকুলবর্তী এলাকাগুলিতে৷ ২৩ মে মধ্যে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ২৪ মে থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত বছরের মে মাসেই পশ্চিমবঙ্গ সহ উপকুলবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘুর্ণিঝড় আমফান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা দক্ষিণবঙ্গে। এবারে আগে থেকেই ঘুর্ণিঝড় মোকাবিলায় সতর্ক হয়েছে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট