উত্তরপ্রদেশে ঘরোয়া যুদ্ধের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগী আদিত্যনাথ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছেন তিনি।

এই মুহুর্তে উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরে চলছে অন্তঃদ্বন্দ্ব। কোভিড মোকাবিলা এবং গঙ্গায় লাশ ভেসে আসার পর মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে খুশি নন বিজেপি সাংসদ এবং বিধায়করা। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে না খুশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে ২২ এর নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির মুখ যোগীর পরিবর্তে অন্য কেউ?বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৯০ মিনিটের বৈঠকে সেই জল্পনাই তীব্র হয়েছে।

এর আগে উত্তরপ্রদেশের বিধায়ক এবং সাংসদদের নিয়ে দুই দফায় রিভিউ মিটিং হয়। বিজেপির বর্ষীয়ান নেতা বিএল সন্তোষের উপস্থিতিতে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক এবং সাংসদরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও৷ সেখানেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দলের নেতারাই। এর পর আরএসএসের পক্ষ থেকে বৈঠক করেন দত্তাত্রেয়া হোসাবলে। দুটি বৈঠকে মুখ্যমন্ত্রীর বিপক্ষে মত প্রকাশ করতে দেখা যায় দলীয় নেতৃত্বের।

বিজেপির ঘরোয়া যুদ্ধের মাঝেই বিজেপিতে যোগদান করেন প্রাক্তন আমলা একে শর্মা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মহলের এই ব্যক্তি আগামী নির্বাচনে কি উত্তরপ্রদেশে বিজেপির মুখ? শুরু হয় জল্পনা। এরপরেই কংগ্রেসের দীর্ঘ সময়ের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদের গেরুয়া শিবিরে যোগদানের পর যোগী আদিত্যনাথের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

কারণ, গত ৫ বছরে যোগীর রাজ্যে বিজেপির থেকে মুখ ঘুরিয়েছে ব্রাহ্মণ সম্প্রদায়ের ভোট। তাই জীতিন প্রসাদকে দলে এনে সেই ভোট ফেরাতে মরিয়া গেরুয়া শিবির।

সম্পর্কিত পোস্ট