ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করা যাবে না মেসেঞ্জার
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করা যাবে না মেসেঞ্জার অ্যাপস । এমনটাই ঘোষণা করল আমেরিকান জায়েন্ট ফেসবুক ।
নয়া নিয়মানুযায়ী, নতুন মেসেঞ্জার ব্যবহারকারীদের বন্ধুদের সঙ্গে চ্যাট করতে হলে ফেসবুকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ।
আগামী বছরেই এই নয়া আপডেট ভার্সন আনছে ফেসবুক ।
ফেসবুকের মুখপাত্র জানান যে, আমরা দেখেছি বেশিরভাগ মানুষই ফেসবুকে লগ ইনের মধ্যে দিয়ে মেসেঞ্জার ব্যবহার করছে ।
আমরা এই পদ্ধতিকে আরও সহজ করার চেষ্টা করছি ।
যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট ছা়ড়া মেসেঞ্জার ব্যবহার করে , তাহলে সেটি আর কার্যকর হবে না ।
কীভাবে সম্ভব অ্যাকাউন্ট ছাড়়া মেসেঞ্জার ব্যবহার করা ?
হ্যাঁ, ফেসবুকে অ্যাকাউন্ট ছাড়াও মেসেঞ্জার করা সম্ভব ।
ফেসবুকে অ্যাকাউন্ট ছাড়াই আপনার মোবাইল নম্বর দিয়ে মেসেঞ্জারে লগ ইন ব্যবহার করতে পারেন ।
মেসেঞ্জার ব্যবহার করে বন্ধুদের সঙ্গে চ্যাট বা কথোপকথোন করতে পারেন ।
নয়া আপডেট ভার্সনে মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ।
চলতি বছরের শুরুতেই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলি নতুন পলিসি নিয়ে আসার কথা জানিয়েছে ।
ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ নিজের ব্যক্তিগত পেজে একটি পোস্ট করেন ।
সেই পোস্টে লেখেন গ্রাহকরা সরাসরি নম্বর দিয়ে মেসেজ করতে পারবে এমন পরিষেবাও আনা হচ্ছে ।