নন্দরাম মার্কেটের ৯ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন

ফের অগ্নিকান্ডের কবলে কলকাতা। ১১ বছর আগের স্মৃতি উসকে আগুন বড়বাজার সংলগ্ন নন্দরাম মার্কেটের ৯ তলায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬ টি ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর নাগাদ আগুন লাগে নন্দারাম মার্কেটের ৯ তলায় থাকা কাপড়ের গুদামে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে। আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা বাইরে বেরিয়ে আসেন। খুব তাড়াতাড়ি ন’তলার করিডর সম্পূর্ণ চলে যায় আগুনের গ্রাসে। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন।

কীভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। প্রাখমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গুদামে দাহ্যবস্তু মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। এরই মাঝে যতটুকু জিনিস বাঁচানো যায় তা সম্বল করেই ঘটনাস্থল ছাড়ছেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে নন্দরাম মার্কেটে ভয়াবহ আগুন লাগে।সেবার সপ্তাহখানেক ধরে আগুন জ্বলার পর নিয়ন্ত্রনে আসে আগুন। অগ্নিগ্রাসে চলে যায় প্রায় চার হাজারেরও বেশী দোকান। এরপর নতুন করে সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করে ফের সেজে ওঠে নন্দরাম মার্কেট। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য নজর দেওয়া হয় অগ্নিনির্বাপন ব্যবস্থাতেও। তারপরেও এই ধরণের ঘটনা ফের কীভাবে ঘটল , তা নিয়েই উঠতে শুরু প্রশ্ন।

সম্পর্কিত পোস্ট