নন্দীগ্রামে আমাদের হয়ে কাজ করো ! চাঞ্চল্যকর অডিও ক্লিপিংসে শোরগোল রাজ্য-রাজনীতিতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফার ৩০ টি আসনে শনিবার ভোট গ্রহণ পর্ব চলছে। এরই মাঝে হঠাৎ আলোড়ন শুরু হয়ে গেল একটি অডিও টেপ ঘিরে। ফোনের এক প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালের কণ্ঠস্বর।

শোনা যাচ্ছে ওই মহিলা কণ্ঠস্বর বকলমে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা বলে মনে হচ্ছে তিনি প্রলয়ের কাছে ভোটে সাহায্যের আবেদন জানাচ্ছেন। তবে তাতে পত্রপাঠ না জানিয়ে দিয়েছেন প্রলয় পাল। তবে এই অডিও টেপটি সত্যতা যাচাই করেনি thequiry.

ইতিমধ্যেই ওই অডিও টেপ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হতে শুরু করেছে। টুইট করে অমিত মালব্য জানিয়েছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয় নিশ্চিত জেনেই বিজেপির কাছে সাহায্য প্রার্থনা করছেন।

এই বিষয়ে তৃণমূলের লোকসভার দলনেতার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন কথা বলতে পারেন বলে বিশ্বাসযোগ্য নয়। যদিও পাল্টা প্রলয় দাবি করেছেন শনিবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে তাকে ফোন করেছিলেন।

তাঁর আরও দাবি কিছুদিন আগেই তাঁর বাড়িতে প্রসাদ কিশোরের টিম থেকে লোকজন গিয়েছিল। তখন তিনি তাদের ফিরিয়ে দিয়েছিলেন। প্রলয়ের কথায়, দলে থাকাকালিন অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন এভাবে ফোন করেননি। তবে আমার স্বচ্ছ ভাবমূর্তির জন্য উনি আমাকে চিনতেন। এমনকি নন্দীগ্রামে তৃণমূল স্তরের নেতৃত্বদের অনেক দুর্নীতির প্রমাণ সহ প্রশাসনের কাছে আমি জমা করেছিলাম সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় কাছে খবর ছিল।

এদিনের অডিও টেপে বেশ কিছু পুরনো ইতিহাস উঠে এসেছে। প্রলয় পাল দল ছাড়ার কারণ কি কি ছিল তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন। অডিও টেপে থাকা ওই মহিলা কণ্ঠস্বর স্বীকার করে নিয়েছেন সে সবকিছু।

তবে ওই মহিলা কণ্ঠস্বর নাম না করেই কিন্তু এদিন আঙ্গুল তুলেছে অধিকারী পরিবারের দিকে। পাল্টা অধিকারী পরিবারের তরফে ব্যাট চালিয়েছেন প্রলয় পাল।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অডিও টেপ এর সত্যতা যাচাই করা অবিলম্বে প্রয়োজন। যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় প্রলয় পালকে ফোন করে থাকেন তবে বুঝতে হবে অধিকারী পরিবারের বিজেপিতে যোগদান শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সবটাই অনুমেয়। অডিও টেপ এর সত্যতার সামনে আসলেই জলের মত পরিস্কার হয়ে যাবে সবটাই।

সম্পর্কিত পোস্ট