দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কিছুদিন ধরেই রাজ্যে চলছিল তাপপ্রবাহ। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল তাপমাত্রার পারদ। আবহবিদদের কথায় বৈশাখ মাসের আগেই চৈত্রের শেষ লগ্নে এমন তাপমাত্রায় মরুশহরকেও হার মানিয়ে দিয়েছিল কলকাতা। কাঠফাটা গরমের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কবে ঝড় বৃষ্টির দেখা মিলবে ?
আবহবিদদের কথায়, শনিবার ও রবিবার বিকেলে চলতি মৌসুমে প্রথমবারের জন্য কালবৈশাখী আসতে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর এখনই তাপপ্রবাহ কমার কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি।একই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে.এই দুদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ কিছুটা হলেও কম থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
4 Lashkar-e-Toiba militants carried out Nowgam attack : IGP Kashmir Vijay Kumar
এমনিতেই মে মাস থেকে তাপপ্রবাহ শুরু হয় বাংলায়। তবে এ বছর তাপপ্রবাহের প্রকোপ শুরু হয়েছে মার্চ থেকেই। বৃষ্টির অভাবে গরম পড়ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বেড়েছে শুষ্কতার মাত্রা।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং, মালদায় আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় আরামদায়ক থাকবে পরিস্থিতি। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এপ্রিল জুড়ে রইবে লু। গত ৭৬ বছরের রেকর্ড ভেঙে মার্চে দিল্লি তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪১ ডিগ্রিতে।
অন্যদিকে সোমবার রাজস্থানে ধুলোর ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। অন্ধ্র উপকূল, তেলেঙ্গানা, সুরাট এবং গুজরাটে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে যা অবস্থান করছে আন্দামান সাগর এর উপর। অবস্থান পরিবর্তন করে উত্তর-পূর্বে মায়ানমার উপকূলে চলে যাওয়ার কথা।
শক্তি ক্রমশ হ্রাস পেয়ে এটি নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যেই মৎস্যজীবীদের আন্দামান সাগরে শনিবার বিকেল পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।