কোভিড নিয়ে আলোচনার জন্য ডাকা হোক বিশেষ অধিবেশন, রাষ্ট্রপতিকে চিঠি অধীরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের করোনা পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সোমবার এই মর্মে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। চার দিন ধরে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করার পর সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু অক্সিজেন এবং প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে একাধিক জায়গায়৷ এর আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস নেতা৷ করোনা প্রতিরোধে রাজ্যের পাশে কেন্দ্রকে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি। এবার করোনা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ।
চিঠিতে তিনি লেখেন, দেশের করোনা পরিস্থিতি গভীর সংকটে। এনিয়ে নতুন করে কিছু বলার নেই। এনিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কংগ্রেস সংসদীয় দলনেতা আরও বলেন, নিজেদের এলাকার পরিস্থিতি নিয়ে সকল সাংসদের মন্তব্য রয়েছে। আলোচনার মাধ্যমে জনগণের দুঃখ ঘুচবে বলে জানিয়েছেন তিনি।
শেষবার মার্চ মাসে চলে সংসদে অধিবেশন। সেবার কোভিড বিধি মেনেই চলে অধিবেশন। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে উপস্থিত থাকতে পারেননি বহরমপুরের কংগ্রেস সাংসদ৷

সম্পর্কিত পোস্ট