প্রিমিয়াম স্মার্ট ফোনের বাজারে Vivo-র তুরুপের তাস Z6
Premium ফিচার যুক্ত স্মার্ট ফোন হাতের নাগালে নিয়ে এল Vivo । শুক্রবার চিনের বাজারে আত্মপ্রকাশ করেছে Vivo Z6 5G ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- যদি কেতাদুরস্ত ফোনের দাম হাতের নাগালে চলে আসে,তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে ?
আবাক হওয়ার কিছু নেই দুর্মূল্যের বাজারে কোনো ফোনের দাম কমার সম্ভাবনা আপাতত নেই ।
তবে Premium ফিচার যুক্ত স্মার্ট ফোন হাতের নাগালে নিয়ে এল Vivo । শুক্রবার চিনের বাজারে আত্মপ্রকাশ করেছে Vivo Z6 5G ।
কোয়াড ক্যামেরার পাশাপাশি রয়েছে 85মিমি লিকুইড কুলিং টিউব । যা এতোদিন কম্পিউটার প্রসেসরের ক্ষেত্রে দেখা যেত ।
কোম্পানির তরফে জানানো হয়েছে z6 এ একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে । এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে ।
এক নজরে Vivo-র নতুন স্মার্ট ফোন
- ডিসপ্লে- 6.65 Inch IPS LCD capacitive touchscreen
- রেজোলিউশন- 1080 x 2400 pixels, 20:9 ratio (~401 ppi density)
- অপারেটিং সিস্টেম- Android 10.0; Funtouch 10.0
- মোবাইল প্রসেসর- Qualcomm SDM765 Snapdragon 765G (7 nm)
- মোবাইল গ্রাফিক্স- Adreno 620
আরও পড়ুন : 5G ফোন নিয়ে ভারতের বাজারে প্রবেশ করল iQoo
- ইন্টারনাল মেমোরি- 128GB 6GB RAM, 128GB 8GB RAM
- ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, dual-band, Wi-Fi Direct, hotspot
- ব্লুটুথ- 5.1, A2DP, LE, aptX HD
- জিপিএস- Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
- ইউএসবি- 2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go
- ব্যাটারি- Non-removable Li-Po 5000 mAh battery
- ফাস্ট চার্জিং- Fast battery charging 44W: 70% in 35 min
Vivo-র নতুন স্মার্ট ফোন,ক্যামেরা স্পেসিফিকেশন
Vivo Z6 5G -র পিছনে রয়োছে কোয়াড ক্যামেরা সেটআপ । 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা ।
আরও পড়ুন : ভারতের বাজার কাঁপাবে Realme-র 5G ফোন
সেলফি তোলার জন্য ফোনের হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে 16 মেগাপিক্সেল সেন্সর থাকছে।
Vivo Z6 5G -র দাম
Vivo Z6 5G -র দাম শুরু হচ্ছে 2,198 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকা) থেকে । বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ ।
8GB RAM + 128GB স্টোরেজের Z6 কিনতে 2,598 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 টাকা) খরচ হবে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ ।