রাজ্যসভায় দেখা যেতে পারে সৌরভ বা ডোনাকে, বাংলা জয়ে নতুন ছক বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা করে নৈশভোজ করেন। শাহের দু’দিনের সফর শেষে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
কারণ ওই গঙ্গোপাধ্যায়ের পরিবারের ছেলের নাম সৌরভ (Sourav Ganguly)। যিনি বাঙালির আবেগের অপর নাম। তবে রাজনৈতিক মহল সূত্রে খবর মুখে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও গঙ্গোপাধ্যায় বাড়িতে অমিত শাহের আগমন একেবারে বিনা কারণে নয়। এর সঙ্গে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ পদের বিষয়টির গভীর সম্পর্ক আছে।
সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি বিজেপিতে যোগ দেবেন না বুঝতে পেরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কৌশল নিয়েছে। তারা রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে সৌরভকে রাজ্যসভায় পাঠাতে চাইছে। যাতে সরাসরি বিজেপিতে যোগ না দিলেও সৌরভকে তাদেরই লোক হিসেবে তুলে ধরতে পারে গেরুয়া শিবির। মধ্যবিত্ত বাঙালির মনে নিজেদের জায়গা করতে এই কৌশলেই এগোতে চাইছে বিজেপি।
সমাজের কৃতি মানুষরা সংসদের উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে মনোনীত হন। শিল্প, সাহিত্য, অভিনয়, সমাজসেবা, ক্রীড়াজগৎ, বিজ্ঞান সবক্ষেত্র থেকেই রাষ্ট্রপতি মনোনীত সদস্য হওয়ার নজির আছে।
রাজ্যসভায় দেখা যেতে পারে সৌরভ
যখন যে কেন্দ্রের ক্ষমতায় থাকে মূলত তাদের ঘনিষ্ঠ কৃতি মানুষদেরই রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করা হয়। ক্রিকেট থেকে এর আগে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার সতীর্থ সৌরভের দিকে নজর বিজেপির।
বদলি ঝাড়গ্রামের পুলিশ সুপার, মাও আতঙ্কের মাঝেই জঙ্গলমহল সফরে মমতা
তবে রাজনীতি থেকে বরাবর নিরাপদ দুরত্ব রেখে চলা সৌরভ একান্তই রাজি না হলে তাঁর স্ত্রী তথা বিখ্যাত ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করতে চায় গেরুয়া শিবির। সূত্রের খবর, সৌরভ রাজি না হলে ডোনার এই প্রস্তাব গ্রহণে আপত্তি নেই। তবে এই বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কারণ পুরোটাই আলোচনার স্তরে আছে।
বাংলা থেকে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্তর রাষ্ট্রপতি মনোনীত সংসদ পদের মেয়াদ সদ্য শেষ হয়েছে। তাদের জায়গায় সৌরভ বা ডোনাকে এনে চমকে দিতে চাইছে বিজেপি। তাদের এই প্রচেষ্টা শেষপর্যন্ত সফল হয় কিনা সেটাই দেখার।