বন্ধ কলেজ স্ট্রিট চত্ত্বর, আন্দোলনে অনড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে কলেজ স্ট্রিট চত্ত্বরে প্রতিবাদে অনড় পড়ুয়ারা।
হাওড়া-শিয়ালদহ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। যার জেরেই চরম সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা।
হিন্দু হোস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান বিশ্ববিদ্যালয়ের ভিতর করে নিক পড়ুয়ারা, দাবী নিত্যযাত্রীদের । দাবি পূরণ না হওয়া অবধি অবরোধ তুলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পড়ুয়ারা।
কয়েকদিন আগেই হিন্দু হোস্টেলের ৩, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড খালি করার দাবী জানায় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আশ্বাস মিললেও সমস্যার সমাধান হয়নি। এমনটাই অভিযোগ পড়ুয়াদের। এ
দিনের বিক্ষোভে পড়ুয়াদের দাবী, হোস্টলের স্টাফ বাড়াতে হবে। বিনা নোটিশে কোনও স্টাফ ছাঁটাই করা হল কেন? তার কারণ জানাতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের আইনশৃঙ্খলার রিপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল
পাশাপাশি আন্দোলনে সামিল হওয়া ছাত্রীদের কেন ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল না? সে প্রশ্ন তাঁরা তোলেন। একই সঙ্গে যৌন হেনস্থায় অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সুপারের পদত্যাগের দাবী তুলেছেন আন্দোলনকারী ছাত্রদের একাংশ।
বৃহস্পতিবার বিকেল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। যার জেরে সকাল থেকেই ওই এলাকাজুড়ে ব্যাপক যানজট দেখা যায়।
সকালের দিকে ঘুরপথে গাড়ি চললেও বেলা ব্যাড়তেই সেই সমস্যা ফের প্রকট হয়। যার ফলে অফিস টাইমে সময়ে পৌছতে না পেরে অসুবিধায় পড়েন পথ চলতি মানুষ।
আরও পড়ুনঃ কেবল মমতাই নয়, বিজেপির ভয় এখন অভিষেককেও
অবরোধ সরাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পথচলতি মানুষদের বচসা বাঁধে। যতক্ষণ না অবধি উপাচার্য হিন্দু হোস্টেলের সঙ্গে কথা বলে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছে পড়ুয়ারা।