Earthquake in China : চীনে ভয়াবহ ভূমিকম্প – রিখটার স্কেলে মাত্রা ৫.৯ , জখম শতাধিক
ভয়াবহ ভূমিকম্প চীনে।
The Quiry : ভয়াবহ ভূমিকম্প চীনে। রিখটার স্কেলে মাত্রা ৫.৯। কল্পনের তীব্রতা এতটাই বেশি যে , ভেঙে পড়ে একের পর এক বাড়ি। ভূমিকম্পের কেন্দ্র ছিল গাংসু প্রদেশে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। যদিও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২।
সোমবার মধ্যরাতে চিনের উত্তর-পশ্চিমে গাংসু প্রদেশে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। গাংসুর পার্শ্ববর্তী কুইনঘাই প্রদেশেও ভূমিকম্পের প্রভাব অব্যাহত। সেখানে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ১২৪ জন। বহু ঘর-বাড়ি ভেঙে পড়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও খবর- Ministry of Defence : DIBER- Haldwani এ শিক্ষানবিশ পদে নিয়োগ – বিজ্ঞপ্তি জারি DRDO’র
Earthquake in China : চীনে ভয়াবহ ভূমিকম্প – রিখটার স্কেলে মাত্রা ৫.৯ , জখম শতাধিক
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, কেবল কুইংঘাই প্রদেশের হাইদোং শহরে ১১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন। অনেক গ্রামে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, চিনে ভূমিকম্পের ঘটনা নতুন ব্যাপার নয়। গত আগস্টে পূর্ব চিনে জোরাল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৪। ভূমিকম্পে প্রায় ২৩ জনের মৃত্যু হয়েছিল।