ভাইরাল অডিও ক্লিপ, সরকার ভাঙার অভিযোগের তীর বিজেপির দিকে

দ্য কোয়ারি ডেস্ক: সরকার পরিবর্তনের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতকে কাঠগড়ায় তুলল রাজস্থান কংগ্রেস।

পাশাপাশি নাম জড়িয়েছে বিজেপি নেতা সঞ্জয় জৈনের। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

কংগ্রেস সূত্রের খবর,রাজস্থানে সরকার ভাঙার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত এবং বিজেপি নেতা সঞ্জয় জৈন।

কংগ্রেসের দুই বাগী বিধায়ক ভানওয়া লাল শর্মা এবং বিশ্বেন্দ্র সিংয়ের সঙ্গে যোগাযোগ করে গেহলোট সরকার ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।

প্রমাণ হিসাবে দুটি অডিও ক্লিপিংস সামনে আসতেই দুই বিধায়ককে বরখাস্ত করে কংগ্রেস।

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, যে অডিও ক্লিপিংস পাওয়া গেছে তার মধ্যে একটি গলা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতের বলে জানা গিয়েছে।

পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যে কোনও রকম তদন্তের জন্য আমি তৈরি। যদি তদন্তের জন্য আমায় ডাকা হয় তাহলে আমি তদন্তের সহযোগিতার জন্য অবশ্যই উপস্থিত হব।

একইসঙ্গে কংগ্রেসের বাগী বিধায়ক ভানওয়া লাল শর্মা জানিয়েছেন, নিজের দুর্বলতা ঢাকতে এখন অডিও ক্লিপিংস ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট।

গোটা ঘটনার তদন্তভার এসওজির হাতে তুলে দেওয়া হয়েছে। অডিও ক্লিপিংসের ভিত্তিতে ২ টি এফআইআর দায়ের করা হয়েছে।

গোটা ঘটনার রিপোর্ট এসওজি মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের কাছে জমা দেবে।

খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে গেরুয়া শিবিরের হাই কম্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো নয়।

তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতকে তৈরি করছিল তারা।

কিন্তু এবার সেই শিখাওয়াতের নাম জড়ায় খানিকটা ব্যাকফুটে বিজেপি যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তিন মাস আগে রাজ্যসভার নির্বাচন ঘিরে রাজস্থানে দ্বন্দ্ব শুরু হয়। সরকার ভাঙার প্রচেষ্টার অভিযোগে বারবার বিজেপিকে কাঠগড়ায় উপস্থিত করেন তিনি।

পরে উপমুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হলে তা ভীষণভাবে প্রকট হয়। যেখানে বলা দুই পাইলট ঘনিষ্ঠ বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য ২০ কোটি টাকা গেরুয়া শিবিরের কাছ থেকে নিয়ে রেখেছে।

যদিও তদন্তের জন্য তার নাম আসলেও তিনিও সাহায্য করতেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলোট।

সম্পর্কিত পোস্ট