কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতেই হবে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতেই হবে। জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। পরীক্ষা ছাড়া কোনও রাজ্যই চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দিতে পারে না। সাফ জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
গত ৬ এপ্রিল ইউজিসির তরফে জানানো হিয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রদের পরীক্ষা করাতে হবে৷ শুক্রবার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তে বহাল থাকল।
যদিও করোনার কথা মাথায় রেখে ৩০ শে সেপ্টেম্বরের পরিবর্তে রাজ্যগুলি ইউজিসির সঙ্গে কথা বলে পরিবর্তন করতে পারে। এমনটাই শুক্রবার জানালো বিচারপতি অশোক ভুষণের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।
জেইই এবং নিট পরীক্ষা বিপদ আরও বাড়তে পারে, সুপ্রিম দ্বারে ছয় বিজেপি বিরোধী রাজ্য
ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট। এই কঠিন সময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহারাষ্ট্র এর মন্ত্রী আদিত্য ঠাকরে সহ একাধিক অধ্যাপক।
পরীক্ষার পরিবর্তে ছাত্রদের আগের সেমিস্টার গুলোর সঙ্গে নম্বর জুড়ে গড় নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেই মতে রাজি হয়নি আদালত।
এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, এতে ছাত্রদের লাভ হবে।