নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট অধীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের মতোই বিধানসভা নির্বাচনে একইরকম ভোট করানোর চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা বানচাল হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, তৃণমূল এবং প্রশাসনের একটি অংশ অসাধু আঁতাত করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী অভিযোগ পেয়েই তৎপর হয়েছে। এখনও অবধি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবী করেন তিনি।
বৃহস্পতিবার চলছে রাজ্যের শেষ দফার নির্বাচন। ৪ জেলার ৩৫ টি বিধানসভা কেন্দ্রের চলছে নির্বাচন। বিশেষ নজরে যেমন রয়েছে বীরভূম। অন্যদিকে নজর রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহের নির্বাচনেও।