তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, হাওড়া পুলিশ কমিশনারের অফিস ঘেরাও বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে বিজেপি সদস্যদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হাওড়ার লিলুয়া। অকারণে দলীয় কর্মীদের গ্রেফতারির অভিযোগে জেলা শাসক এবং পুলিশ কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের।
শনিবার সকালে জগদীশপুর হাইস্কুলের মাঠে ‘গ্রীন হাওড়া, ক্লিন হাওড়া’ কর্মসুচীতে গাছ লাগাতে যান বিজেপির কয়েকজন নেতৃত্ব। অভিযোগ, সেই সময় জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বিজেপির ওপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল তুলছেন ওই পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, তৃণমূলের তরফে কোনও হামলা হয়নি। পরিবর্তে তাঁকেই মারধর করা হয়েছে। তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় বিজেপি নেতারা।
অভিযোগ, এরপর বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ জানাতে গেলে তাঁদেরকে আটক করা হয়। গোটা ঘটনার প্রতিবাদে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। এরপর পুলিশ কমিশনারের সামনে শুরু হয় গেরুয়া শিবিরের বিক্ষোভ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/clash-in-bihar-third-phrase-election/
কয়েকজন বিজেপি কর্মী পুলিশ কমিশনারের অফিসে প্রবেশ করলে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পুলিশ কমিশনারের দফতরের সামনে স্মারকলিপি দেন বিজেপি সমর্থকরা।