Asaduddin Owais : প্রচার সেরে উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে হামলা আসাদুদ্দিন ওয়েইসির গাড়িতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অল্পের জন্য পেলেন রক্ষা। এবার হামলার অভিযোগ উঠল মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির ( Asaduddin Owais ) গাড়িতে।  তার অভিযোগ এদিন উত্তরপ্রদেশের মেরাট থেকে জনসভা করে দিল্লি ফিরছিলেন তিনি। তখনই ছায়ারসি টোলপ্লাজার কাছে তার গাড়িতে গুলি চালানো হয়।  তার অভিযোগ দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালিয়েছে।

টুইট করে তিনি বিষয়টি জানান৷ সাংসদের( Asaduddin Owais ) উপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে উত্তরপ্রদেশ পুলিসের উচ্চপদস্থ কর্তারা৷  গাড়িতে গুলি লাগার ছবিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি ( Asaduddin Owais ) জানিয়েছেন, তিন-চার জন যুবক তাঁর গাড়ি আটকায়৷ তাদের মধ্যে দু’জন গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে৷ একটি গুলি লাগে গাড়ির টায়ারে৷ গুলি খেয়ে টায়ার পাংচার হয়ে যায়৷ পরে অন্য গাড়িতে দিল্লি ফেরেন তিনি৷  ঘটনার কিছুক্ষণের মধ্যেই অন্য গাড়ি করে ঘটনাস্থল ছাড়েন আসাদুদ্দিন ওয়াইসি।

করোনার থাবা কাটিয়ে দ্রুত খুলবে ICDS, প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Asaduddin Owais

ভোট প্রচারে উত্তরপ্রদেশ গিয়েছিলেন হায়দরাবাদের সাংসদ৷ মেরঠে তাঁর ভোট প্রচার ছিল৷ সেই প্রচার সেরে বৃহস্পতিবার দিল্লি ফিরছিলেন তিনি৷ দিল্লি-মেরঠ হাইওয়ে ধরে রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন৷ চাজারসি টোল প্লাজার কাছে এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত আর মাত্র কয়েকটা দিন রয়েছে হাতে তারপরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে জোরদার রাজনৈতিক প্রচারে নেমে পড়েছেন দলগুলি। বাদ যায়নি আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM। তার মাঝেই হঠাৎ এই ধরনের ঘটনা আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক মহলে।

সম্পর্কিত পোস্ট