করোনা সংক্রমণের মৃত্যুহারে বাংলাদেশ হারাল ভারতকে
দ্য কোয়ারি ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর হারের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, রবিবার পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। ভারতে এই হার ১.৩ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। চলতি বছর মার্চ থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বাংলাদেশে। গত ২৭ জুন থেকে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০ জনের উপরে। গত ৭ জুলাই করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছিল।
ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেদেশে করোনায় মৃত্যুর হার ১.8 শতাংশ। দ্বিতীয় ব্রাজিল। করোনায় মৃত্যু বিবেচনায় বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে সোমবার পর্যন্ত চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সংসদে ট্রাক্টর চালিয়ে পৌঁছলেন Rahul Gandhi
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানে মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৪ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় পাকিস্তান। এই দেশে মৃত্যুর হার ২ দশমিক ৩ শতাংশ। মৃত্যুর হার বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ২৭৪ জন।