ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট বিজেপির
দ্য কোয়ারি ডেস্ক: বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজেপি আজ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করে। বিধানসভার অধিবেশনের প্রথমার্ধে আজ ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে সভায় আলোচনার দাবিতে বিজেপি পরিষদীয় দলের তরফে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়।
অধ্যক্ষ ওই প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা সভায় হৈ চৈ শুরু করে। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।
এর আগের দিন রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনার দাবিতে তাদের আনা মুলতুবি প্রস্তাব খারিজ করা হয়েছিল। আজকের আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ সভায় পাঠ করারও অনুমতি দেননি। বিরোধীদের অভিযোগ যেখানে কথা বলার অধিকার নেই সেখানে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়ে কি লাভ! তা নিয়েই বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন।
সরকারপক্ষের এই আচরণের প্রতিবাদ জানাতেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের তাদের কোনো সদস্য যোগ দেবেন না বলে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন। ভবিষ্যতেও বিজেপি পরিষদীয় দলের তরফে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে অধ্যক্ষের প্রতি অবমাননাকর মন্তব্য করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সভায় এই স্বাধীকার ভঙ্গের নোটিশ দেন।
এছাড়া সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এর বিরুদ্ধে একটি স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধানসভায় জমা পড়েছে। একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানে অপমানজনক মন্তব্য করার জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় তার বিরুদ্ধে ওই নোটিশটি দেন।
চন্দ্রিমা দেবীর অভিযোগ, বিরোধী দলনেতা সংবাদমাধ্যমের সামনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । অধ্যক্ষ কোনও দলের প্রতিনিধি হিসেবে কাজ করেন না। তাই তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কাম্য নয়।
অন্যদিকে, তাপস রায় জানিয়েছেন এক টিভি চ্যানেলের অনু্ষ্ঠানে শতরূপ ঘোষ তাকে অপমানজনক মন্তব্য করেছেন