Chief Minister : বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি , উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন
বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি
The Quiry : Chief Minister বাংলার শাড়ি এবার পেল জিআই ট্যাগ। একসঙ্গে পাঁচ পাঁচটি জিআই ট্যাগের স্বীকৃতি পেল বাংলা। তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চাল। নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে এবার জিআই ট্যাগ দেওয়া হয়েছে। খুশি হয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সুন্দরবনের মধুর উপর যে ম্যানগ্রোভ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্ভর করে , সেকথাও জানিয়েছেন মন্ত্রী
Chief Minister : বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি , উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন
আরও খবর- Ayodhya : তৈরী হচ্ছে ৫ লাখ প্রসাদের প্যাকেট , রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়
রসগোল্লা ও মিহিদানাকে অনেকদিন আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে। জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশ। রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তিন শাড়ি টাঙ্গাইল, গরদ ও কড়িয়ালের জি আই ট্যাগ প্রাপ্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বাংলার সব বস্ত্রশিল্পীকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘তাঁদের সকলের জন্য গর্বিত।’ নতুন বছরের শুরুতেই আরও একগুচ্ছ প্রাপ্তি বাংলার।