দুর্যোগের পূর্বাভাসে পরিবর্তিত মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুর্যোগের পূর্বাভাস থাকায় মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরে যাচ্ছেন। দুদিনের এই সফরে মুখ্যমন্ত্রী আসন্ন গঙ্গা সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সামগ্রিক উন্নয়ন পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
জেলায় একাধিক রাস্তা, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্টেডিয়াম ইত্যাদিএকাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এইসব প্রকল্পের মোট ব্যয় আড়াইশো প্রায় আড়াইশ কোটি টাকা। প্রসাশন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে সব প্রকল্পের সূচনা হওয়ার কথা, তার মধ্যে বেশিরভাগই রয়েছে সুন্দরবন ব্লকে।
বড় ভাঙন গেরুয়া শিবিরে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সহ-সভাপতির
যেমন ক্যানিং ১ ও ২, বাসন্তী, সাগর সহ বেশ কিছু ব্লকে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইদিন ডায়মন্ডহারবার স্টেডিয়ামেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মগরাহাট এবং কুলপি ব্লকে কয়েকটি কর্মতীর্থ উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সাগর, বাসন্তী সহ কয়েকটি ব্লকে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। যে সব মহকুমার হাসপাতালে অক্সিজেন প্ল্যন্ট বসানো হয়েছে, তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে, বেশ কিছু নতুন প্রকল্প পেতে চলেছে এই জেলা। তার মধ্যে উল্লেখযোগ্য হল পানীয় জলের পরিষেবা। সুন্দরবনের একাধিক ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর উদ্যোগ নিয়েছে। তার শিলান্যাস হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিষ্ণুপুর ২ এবং বজবজ অঞ্চলে আর্সেনিকমুক্ত জল দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হবে। বুধবার তার ভিত্তিস্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প রূপায়িত হলে কমপক্ষে আট লক্ষ মানুষ উপকৃত হবেন।