স্বাধীনতা দিবসের আগেই রক্তাক্ত হুঁশিয়ারি, জঙ্গি সংগঠনের ভিডিও ভাইরাল

পশ্চিমবঙ্গে ফের KLO হুমকি ভিডিও ছড়ানোর আশঙ্কা

দ্য কোয়ারি ডেস্ক: স্বাধীনতা দিবস পালন ঘিরে অসম সহ উত্তর পূর্ব ভারতে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির হামলার আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে কমমাত্রার বিস্ফোরণের পাশাপাশি অসমে ছড়ায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ডিএনএলএ বার্তা।

অসমের ডিমাসা উপজাতিদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি ভিডিও বার্তায় টানা ৩৬ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। একইসঙ্গে তারা পৃথক এলাকার দাবি জানায়। সংগঠনটির দাবি মতো হিড়িম্বা রাজি এই স্বশাসিত এলাকার নাম।

সশস্ত্র ডিএনএলএ গোষ্ঠীর ভিডিও বার্তায় বলা হয়েছে ১৪ আগষ্ট সকাল পাঁচটা থেকে ৩৬ ঘন্টার বনধ হবে ডিমা হাসাও জেলা সহ বরাক উপত্যকার হাইলাকান্দি, করিমগঞ্জ ও কাছাড় জেলার সর্বত্র। এর পাশাপাশি হোজাই এবং কার্বি আংলং জেলাতেও বনধের আহ্বান জানিয়েছে ডিএনএলএ।

সংগঠনের অধ্যক্ষ কার্মিনডাও ডিমাসা জানায়, আমরা কাহারো জমি ছিনিয়ে নিতে আন্দোলন করছি না। ডিমাসাদের হারিয়ে যাওয়া রাজ্য উদ্ধারে এই আন্দোলন চলছে।

২০১৮ সালের ডিমাসা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ডিএনএলএ জন্ম নেয়। অসম নাগাল্যাণ্ড সীমান্তে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় কয়েকবার।

সম্পর্কিত পোস্ট