বাড়ি ফিরেই ভার্চুয়ালি বৈঠক শুরু ফিরহাদের, আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সুব্রত-মদন-শোভন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদ মামলায় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল হাইকোর্ট। সোমবার সকাল ১১ টায় শুনানি হবে। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন।

আজ সন্ধে সাতটা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে চেতলার বাড়িতে পৌঁছন ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড মোকাবিলায় বৈঠক শুরু করে দিয়েছেন।

সূত্র মারফত খবর ফিরহাদ হাকিম বাড়ি ফিরলেও আজই ছাড়া পাচ্ছেন না এসএসকেএম-এ চিকিৎসাধীন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। তাদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই গঠন করা হবে মেডিকেল বোর্ড। তার পরই জানা যাবে কবে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন তারা।

আজ থেকে চালু হল দুয়ারে রেশন, প্রথমদিনে গড়ে প্রতি এলাকায় ১৫ জনের বাড়ি পৌঁছল খাদ্য সামগ্রী

অন্যদিকে, শুক্রবার শুনানি শুরু হওয়ার পর বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় 4 নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল। দুই বিচারপতির মতবিরোধের জেরে আদালত সিদ্ধান্ত নেয় বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি হবে।

যতদিন না পর্যন্ত এই মামলার শুনানি বৃহত্তর বেঞ্চে হচ্ছে ততদিন তারা হাউস অ্যারেস্ট থাকবেন। তবে শর্তসাপেক্ষে হাউস অ্যারেস্ট থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যেহেতু নেতা-মন্ত্রীরা সরাসরি প্রশাসনিক কাজে যুক্ত তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত প্রশাসনিক কাজকর্ম মিটিং তারা চালিয়ে যেতে পারবেন। শুধু তাই নয় ভিডিও কনফারেন্সিং মারফত কাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, রেকর্ড রাখতে হবে তাও।

হাউস অ্যারেস্ট থাকাকালীন বাড়িতে কারা আসছে- যাচ্ছে সে বিষয়ে সমস্ত কিছু রেকর্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাড়ির সামনে যদি সিসিটিভি ক্যামেরা না থাকে অবিলম্বে তা বসানোর জন্য আদেশ জারি করেছে আদালত।

গোটা দেশ এবং পশ্চিমবঙ্গে বিজেপি আমাদের কাছে প্রধান শত্রু, CPM নির্বাচনের আগে BJP বিষয়টাকে অত্যন্ত খাটো করে দেখলেনঃ দীপঙ্কর ভট্টাচার্য

প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের শারীরিক অবস্থা নিয়ে কোনো সংশয় না থাকলেও সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।  মেডিকেল বোর্ড গঠনের পর বর্ষীয়ান নেতাদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে কি সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ আপাতত নজর সেদিকেই।

সম্পর্কিত পোস্ট