তিন দিনের জম্মু-কাশ্মীর সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কড়া নিরাপত্তা উপত্যকায়

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শনিবার তিন দিনের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চলতি মাসে জম্মু-কাশ্মীরে একের পর এক হত্যার ঘটনা প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু-কাশ্মীর সফরে নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

২০১৯ সালে ক্ষমতায় এসে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র সরকার৷ তারপর থেকে এই প্রথমবার জম্মু-কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ। এই মুহুর্তে জম্মু-কাশ্মীরে ১১ জন নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য গুপকর রোডে রাজভবনের ২০ কিলোমিটার ব্যাসার্ধে রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।

এছাড়াও আলাদ করে ড্রোনের মাধ্যমে রয়েছে নজরদারি। ঝিলাম নদীতে এবং ডাল লেকে অনবরত নজরদারি রয়েছে সিআরপিএফ জওয়ানদের। বেশ কিছু জায়গায় স্নাইপার এবং শার্প শ্যুটার মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। লাল চকে আলাদা নজর রয়েছে সিআরপিএফের।

প্রথম দিনের সফরে শারজাহ থেকে শ্রীনগর অবধি বিমান পরিষেবা চালু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েকদিন ধরে জঙ্গিদের হাতে মৃত পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ।

এছাড়াও আলাদা করে আইবি চিফ অরবিন্দ কুমার, বিএসএফ চিফ পঙ্কজ সিং, এনএসজি, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে বৈঠক সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অনুপ্রবেশকারীদের আটকানো নিয়ে।

সূত্রের খবর, তিন দিনের সফরের মাঝে রবিবার জম্মুর উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। জন সংবাদে একটি সভা করেই ফের শ্রীনগর ফিরে যাবেন তিনি। সোমবার উপত্যকার পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।

 

সম্পর্কিত পোস্ট