Infosys : দেরিতে হলেও কর্মীদের বেতন বৃদ্ধি করছে ভারতের এই IT সংস্থা
ইনফোসিস (Infosys) কর্মীদের বেতন বৃদ্ধি।
The Quiry : ১ লা নভেম্বর থেকে কার্যকর হবে ইনফোসিস (Infosys) কর্মীদের বেতন বৃদ্ধি। এই আবহে এক মাসের বকেয়া ডিসেম্বরের বেতনের সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকবে কর্মীদের। দেরি হলেও অবশেষে কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করল ভারতের অন্যতম বড় আইটি সংস্থা ইনফোসিস।
রিপোর্ট অনুযায়ী , গত শুক্রবার সংস্থার অনেক কর্মীর ই-মেলে ‘বেতন সংশোধন’ সংক্রান্ত মেল পৌঁছেছে। কার বেতন কতটা বেড়েছে , সেই হিসেব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের।
জানা গিয়েছে, বহু কর্মীরই বেতন বৃদ্ধি হয়েছে ১০ শতাংশের কম। এদিকে কারও কারও বেতন বৃদ্ধি হয়েছে ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে। তবে কোম্পানিতে সদ্য যোগ দেওয়া কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি এবারে।
আরও খবর- সৌরভ-দর্শনার বিয়েতে হাজির বনি, কবে বিয়ে করছেন ? জানিয়ে দিলেন অভিনেতা
Infosys : দেরিতে হলেও কর্মীদের বেতন বৃদ্ধি করছে ভারতের এই IT সংস্থা
এর আগে অবশ্য সংস্থার প্রাক্তন সিএফও নীলাঞ্জন রায় জানিয়েছিলেন যে নভেম্বর থেকে বেতন বৃদ্ধি হবে সংস্থার কর্মীদের। তবে নীলাঞ্জন নিজেই পদত্যাগ করেন কোম্পানি থেকে। এর আগে ২০২২-২৩ সালে নগদ প্রবাহ বজায় রাখতে কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দিয়েছিল।
এর আগে চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন মাসেও ৮০ শতাংশ হারেই ভেরিয়েবল পে পেয়েছিলেন এই সংস্থার আইটি কর্মীরা। এদিকে গত মাসেই ইনফোসিসের কর্মীরা পেয়েছিলেন ভেরিয়েবল পে। রিপোর্ট অনুযায়ী , এবার গড়ে ৮০ শতাংশ ভেরিয়েবল পে পেয়েছিলেন এই আইটি সংস্থার কর্মীরা।