Kailash Mansarovar : পর্যটকদের অমোঘ আকর্ষণ থাকলেও অনিশ্চিত মানস সরোবর যাত্রা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভূপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত মানস সরোবর ( Kailash Mansarovar )। আজও পর্যটকদের কাছে যার আকর্ষণ অমোঘ। এবার উত্তরাখণ্ডে (  Uttarkhand ) তৈরি হচ্ছে নতুন পথ। যার মধ্যে দিয়ে অনেক কম সময়ে মানস সরোবরে যাওয়া যাবে।

সড়ক পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সেই পথের ৮৫ শতাংশ কাজই শেষ হয়ে গিয়েছে। তাঁর আশা, ২০২৩ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে এই রাস্তা। ফলে ২০২৪ সালের শুরু থেকেই এই পথে যাত্রা শুরু করা যাবে।এবছরও অনিশ্চিত কৈলাশ-মানসরোবর যাত্রা।

কারণ, এখনও সরকারের কোনও নির্দেশিকা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোভিডের বাড়বাড়ন্তের জেরে গত দু’বছর বন্ধ ছিল এই তীর্থযাত্রা। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা ফের চালু করার কথা ভেবেছিলেন আধিকারিকরা।

Sealdah – Puri : ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-পুরী

Kailash Mansarovar

কিন্তু, কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম ( KMVN )-এর জেনারেল ম্যানেজার এ পি বাজপেয়ি বলেন, ‘আগে বিদেশ মন্ত্রকের নির্দেশের পর জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি শুরু হয়ে যেত। এবছর তা এখনও আসেনি। এখন আর প্রস্তুতির সময় নেই।’

একই কথা শোনা গেল পিথোরাগড় জেলাশাসক আশিস চৌহানের গলায়। তাঁর বক্তব্য, ‘আমরা এখন পর্যন্ত তীর্থযাত্রা সংক্রান্ত কোনও নির্দেশিকা পাইনি। এখন পেলেও লাভ হবে না।’ অন্যদিকে, দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে অমরনাথ যাত্রা। সোমবার শুরু হচ্ছে তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৩০ জুন থেকে সূচনা হবে পবিত্র অমরনাথধাম যাত্রার। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট