টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কমলা সতর্কতা পুরুলিয়ায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে ক্রমেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা।  সন্ধ্যে থেকে দফায় দফায় বৃষ্টি। জেলার একাধিক জায়াগাও রীতিমত জলের তলায়।

কলকাতার  সেন্ট্রাল অ্যাভিনিউ, সায়েন্স সিটি, বেহালা, আলিপুর, রুবি, বিবি গাঙ্গুলি স্ট্রিট,  ঠনঠনিয়া, আলিপুর, কলেজ স্ট্রিট, আহেরিটোলা, এয়ারপোর্ট, বেন্টিঙ্ক স্ট্রিট, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, বাশদ্রোণী,  রাসবিহারী , নাকতলা , ফুলবাগান, বড়বাজার , মানিকতলা , বিড়পারা সহ কলকাতার একাধিক রোড জলের তলায়।

আজ সকাল থেকেই কলকাতাসহ জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। একাধিক জায়গায় জল জমার কারণে বন্ধ যান চলাচল। প্রবল দুর্ভোগে অফিস ফের যাত্রীরা।

আলিপুর আবহাওয় দফতর বলছে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। ৩০ জুলাই বৃষ্টিপাতের পরিমান বাড়বে পুরুলিয়াতে। সেখানে  কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। যার জেরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা এবং জেলা সংলগ্ন অঞ্চল গুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা যাবে সিনেমাহল, বড় ঘোষণা সরকারের

হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, বাঁকুড়া সহ বেশ কিছু জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে। বৃষ্টিপাতের পরিমান বাড়বে উপকুলবর্তি এলাকাগুলিতেও। ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

সম্পর্কিত পোস্ট