Mamata-Adani Meet : দেউচা-পাচামি নিয়েই আগ্রহ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করণ আদানি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে আদানি গোষ্ঠীর হাত ধরে রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। রাজ্য সরকারের গভীর সমুদ্র বন্দর তাজপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে।
সেই গভীর সমুদ্র বন্দর নিয়ে আদানি গ্রুপের সিইও তথা গৌতম আদানির ছেলে করণ আদানির ( Mamata-Adani Meet ) সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata-Adani Meet
নবান্নে আদানি গ্রুপের আরও তিনজন গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন বলে জানা গিয়েছে। আদানি গ্রুপের সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর ছাড়াও আলোচনা চলছে বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনি নিয়ে। মূলত দেউচা-পাচামি নিয়েই আগ্রহী বেশি আদানি ( Mamata-Adani Meet ) গ্রুপ। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিল্পপতি গৌতম আদানি।
ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্কবার্তা মমতার
গত বছর ডিসেম্বর মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ বার এলেন গৌতমের ছেলে করণ আদানি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলস্বরূপ বৃহস্পতিবারের এই বৈঠক
তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। যার জন্য এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মুখ্য অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহী আদানি গ্রুপ।