এই সরকার বার বার রং বদলায়, কোনও ভাবেই বিশ্বাস করা যায় নাঃ প্রিয়াঙ্কা গান্ধী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তারপরও সমালোচনার ঝড় থামছে না। প্রধানমন্ত্রী মোদীকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতা-সহ বিরোধী অন্যান্য দল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। “৬০০-৭০০ কৃষক শহিদ হয়েছেন। নির্বাচনের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে হয়েছে।” কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারে তোপ প্রিয়ঙ্কা গান্ধীর।
প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, কিষাণ সব সমঝতে হ্যায়, মুঝে সমঝানে কি জরুরত নেহি হ্যায়। সবনে দেখা ক্যায়সে রাজনীতি হুয়ি হ্যায়।
সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা দাবি করেন, “দেশে কৃষকদের থেকে বড় কেউ নন৷ সেই কৃষকদের উপর নানা অত্যাচার করা হয়েছে৷ এই সরকার বার বার রং বদলায়৷ এই সরকারকে কোনও ভাবেই বিশ্বাস করা যায় না৷”
বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত হননি, সেই সকল কৃষককে আমার আন্তরিক অভিনন্দনঃ মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যান্য রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “অবিলম্বে লখিমপুর কাণ্ডের তদন্ত হওয়া উচিত৷ দোষী কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্ত করা উচিত৷ সে দিন যে ভাবে কৃষকদের খুন করা হয়েছিল, সেই ঘটনা কোনও ভাবেই ক্ষমা করা যায় না৷”
আইন প্রত্যাহারের বিষয়টির মধ্যে রাজনৈতিক কারণ আছে বলেও এ দিন অভিযোগ করেন প্রিয়াঙ্কা৷ সামনেই উত্তরপ্রদেশ-পঞ্জাবের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনের দিকে নজর রেখেই এই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত৷
তাঁর কথায়, “এই আইন কার্যকর হওয়ার পর থেকেই দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কী হাল হয়েছে৷ সামনেই দুই রাজ্যে ভোট৷ কেন্দ্র যদি কৃষকদের কথাই মনে রাখত, তাহলে অর্ডিন্যাস করে এই আইন বাতিল করা যেত৷”