তৃণমূল ভবনে সেলেবদের পাঠশালা, রাজনীতির পাঠ নিলেন রাজ-শ্রীতমারা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ওদেরকেও রুপোলি পর্দার নায়িকা। কাউকে নিয়মিত টিভি পর্দায় দেখা যায়। কিন্তু বুধবার তাদের সকলের পরিচয় ছিল তারা রাজনীতির বাধ্য ছাত্র। যেহেতু নিজও নিজও ক্ষেত্র থেকে রাজনীতির আঙিনায় নতুন তারা তাই তাদের কি করবেন কি করবেন না তার শেখানোর জন্য একটি পার্টি ক্লাসের আয়োজন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আর এই রাজনৈতিক পাঠশালায় এদিন অন্য মেজাজে দেখা গেল রাজ চক্রবর্তী,মানালি দে, সৌরভ দাস, রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, পিয়া সেনগুপ্তদের। অভিনেতা হিসাবে তাঁরা যথেষ্ঠ দক্ষ ও সুপরিচিত। তবে রাজনীতির জগতে তাঁরা একেবারেই নবীশ। আর তাই সদ্য দলে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির অ-আ-ক-খ শেখালেন দলের মুখপাত্র তথা রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

প্রায় দেড়ঘণ্টা ক্লাস হয়। এদিন উপস্থিত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটা মোটা বই। কী আছে সেই বইতে? জানা যাচ্ছে, সেখানে সরকারে উন্নয়নমূলক কাজ ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। আর ক্লাসঘরেই বা কী শেখানো হল? এই প্রশিক্ষণ শিবিরে দলে যোগ দেওয়া অভিনেতাদের শেখানো হয়েছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, চিন্তাধারা মতাদর্শকে আক্রমণ করা যেতে পারে।

শেখানো হয়েছে, তাঁরা যেকথাই বলবেন, তা যেন বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতির কথা মাথায় রেখে কথা বলতে হবে। তৃণমূলে সরকারে থাকাকালীন কী কাজ করছে? কোন প্রকল্পে শিরোপা পেয়েছে? তা বেশি করে প্রচার করতে হবে। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার, তাঁদের কথা শোনার ও বোঝার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাদের।

ক্লাসের পর এদিন পরিচালক রাজ চক্রবর্তী বলেন, এখানে আমি পরিচালক নই। দলের পরিচালক দিদি। আমরা তার নির্দেশে কাজ করব। কিভাবে কাজ করতে হবে তার জন্যই একটা আলোচনা হল। এককথায় এটাকে রাজনৈতির গ্রুমিং বলতে পারেন। আবার আপনারা চাইলে একে ক্লাসও বলতে পারেন।

তিনি বলেন, আমরা তো সব কিছু জানিনা। তাই রাজনীতিতে এসে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে কি করা উচিত নয়, সেটাই আমাদের বুঝিয়ে দিলেন ডেরেক ও’ব্রায়েন। তিনি আরও বলেন, এদিনই এধরনের ক্লাস প্রথম হল। আগামীতে আরো হবে। আমরা আশা করছি যে ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওপর রেখেছেন তার মূল্য আমরা দিতে পারব।

West Bengal Assembly Election 2021ঃ ব্রিগেডে মোদি, উত্তরবঙ্গে মমতা, ক্রমশ বাড়ছে নির্বাচনী পারদ

অভিনেত্রী মানালি দে বলেন, অভিনয়ে সব সময় একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট মেনে চলতে হয়। রাজনীতি তো মানুষের জন্য। তাদের জন্য কাজ করতে গেলে যে সংযত আচরণ এবং যে শিক্ষার প্রয়োজন এদিন তাই আমাদের দেওয়া হল। আসলে এই সরকারের সব কাজ বাস প্রকল্প সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। আমরাই যদি না জানি মানুষের কাছে গিয়ে সে সম্পর্কে বলব কি করে। সে কারণেই কয়েকটি তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হল।

তিনি আরও বলেন, ভালই লাগলো। এভাবে হাতে ধরে রাজনীতির পাঠ আমাদের দেওয়া হবে আগে ভাবতে পারিনি। দলের এই উদ্যোগে নিশ্চয়ই আমাদের উপকার হবে।
অভিনেত্রী সুদেষ্ণা রায় বলেন, আমার কাছে এটা ক্লাস নয়, বরং ওরিয়েন্টেশনের একটা বিষয় বলে মনে হয়েছে। প্রত্যেক মুহূর্তেই তো আমাদের শিখতে হয়। তাই ব্যাপারটা ভেবে ভালো লাগছে।

উল্লেখ্য এদিন যাদের রাজনীতির পাঠশালায় বসিয়ে পাঠ দেওয়া হল তারা যে সকলেই এবার তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন এমন নয়। দল তাদের প্রচারের কাজে ব্যবহার করবে। তাই প্রচারের কাজে লাগানোর আগে সেলেবদের একটু ঝালিয়ে নিল তৃণমূল।

সম্পর্কিত পোস্ট