Rampurhat : রাতেই সমাধিস্থ ৮ জনের দেহ, রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব তুলে দায় ঝাড়ার চেষ্টা পার্থর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবার রাতেও থমথমে পরিস্থিতি গোটা গ্রামে। কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা এলাকাটি। সূত্রের খবর, এদিন রাতেই এই ঘটনায় মৃত আট জনকে সমাধিস্থ করা হয়। জানা গিয়েছে, কড়া পুলিশি প্রহরায় তাঁদের সমাধিস্থ করার কাজ সম্পন্ন হয়।

বীরভূমে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে দলের শিলিগুড়ির বিধায়ককে শঙ্কর ঘোষ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ তাদের অপেক্ষা করতে বলেন। কিন্তু বিজেপি বিধায়করা অপেক্ষা না করে এই ইস্যুতে অধিবেশন কক্ষের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে শুরু করে।

আসাম, গুজরাট ও উত্তরপ্রদেশে স্কুলের পোশাকের নির্দিষ্ট রং সঙ্ঘের পোশাক স্মরণ করায়, এখানে বিষয়টা বঙ্গ অস্মিতারঃ ব্রাত্য বসু

অধ্যক্ষ তখনও প্রশ্ন-উত্তর-পর্ব চালিয়ে যাওয়ায় তারা বিক্ষোভ দেখিয়ে কক্ষ ত্যাগ করেন। পরে সভার দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে একে রাজনৈতিক চক্রান্ত বলে জানিয়েছেন। এই ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

রাজ্য সরকার এর মধ্যেই সেখানকার আইসি এবং এস ডি পি ওকে ক্লোজড করা ছাড়াও ঘটনাটির তদন্তে তিন সদস্যের সিট গঠন করেছে বলে তিনি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাজ্য সরকার পর্যাপ্ত সহায়তা ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলেও পার্থবাবু সভায় জানান।

সম্পর্কিত পোস্ট