Reliance Group : ‘ইন-স্পেস’কে প্রয়োজনীয় নথি , এবার স্যটেলাইট ইন্টারনেট পরিষেবায় আত্মপ্রকাশ রিলায়েন্স গ্রুপের
স্যটেলাইট ইন্টারনেট পরিষেবায় আত্মপ্রকাশ
The Quiry : Reliance Group আবারো ধামাকা , আবারো চমক। এবার মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যে রিলায়েন্স জিও IN-SPACE-এ প্রয়োজনীয় নথি জমা দিয়েছে। ‘ইন-স্পেস’ দেশের মহাকাশ খাতের নিয়ন্ত্রক। ভারতে যে কোনও ধরনের গ্লোবাল স্যাটেলাইট ব্যান্ডউইথ যোগাযোগ স্থাপনের জন্য ‘মহাকাশে’ অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।
স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস সেটআপ করার জন্য ‘ইন-স্পেস’-এ অনুমতি পাওয়া যথেষ্ট কঠিন। এই অনুমতি পাওয়ার জন্য কেবল একটি বিভাগের অনুমোদন যথেষ্ট নয়, অনেক মন্ত্রকের অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র পাওয়া জরুরি। যদিও এই বিষয়ে বা রিলায়েন্স জিও-র অনুমোদনের আবেদন সম্পর্কে ইন-স্পেস চেয়ারম্যান কোনও মন্তব্য করতে নারাজ।
Reliance Group : ‘ইন-স্পেস’কে প্রয়োজনীয় নথি , এবার স্যটেলাইট ইন্টারনেট পরিষেবায় আত্মপ্রকাশ রিলায়েন্স গ্রুপের
আরও খবর- Ayodhya’s communication : ১০০ দিনে ১০০০! অযোধ্যার যোগাযোগ ব্যবস্থায় ঢালাও উন্নয়ন বরাদ্দ কেন্দ্রের
২জি, ৩জি অতীত হয়েছে। বর্তমানে ৪জি থেকে ৫জি-র দিকে এগোতে শুরু করেছে ভারত-সহ গোটা দুনিয়া। ভারতী এয়ারটেল ইতিমধ্যেই এই সেক্টরে তাদের ওয়ানওয়েব পরিষেবা চালু করেছে। ইলন মাস্কের স্টারলিঙ্কও শীঘ্রই ভারতে এমন একটি পরিষেবা চালু করতে পারে বলে সূত্রের খবর। এমনকি অ্যামাজন এবং টাটাও এই বিভাগে প্রবেশ করার কথা জানিয়েছে।