এএসএসসি দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারিকেও চ্যালেঞ্জে ফেলে দিল, বিরোধীরা করছে টা কী!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসিতে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের তৈরি অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসেছে শুক্রবার। সকলেই জেনে গিয়েছেন এই বিপুল দুর্নীতির বহর। ফেল করাদের নিয়োগ তো হয়েছেই, সবচেয়ে বড় কথা এমন ২২২ জনকে পাওয়া গিয়েছে যারা পরীক্ষাতেই বসেননি। তবুও চাকরি পেয়ে গিয়েছে!
এই দুর্নীতির বহরে যাদের দিকে সরাসরি দোষী সাব্যস্ত করেছে অনুসন্ধান কমিটি সেই তালিকায় চোখ বোলালেই স্পষ্ট হয়ে যাবে এসএসসির সমস্ত বিভাগের সমস্ত স্তরের অধিকর্তারা এতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন। কার বা কাদের বদন্যতায় এই আধিকারিকরা এত বড় সাহস পেলেন সেটাও খুঁজে বের করার কথা বলেছেন বিচারপতি।
অর্থাৎ ইঙ্গিতটা আরও ওপরদিকে। অথচ এর পরও রাস্তায় বিরোধীদের দেখা যাচ্ছে না সেভাবে। সরকার এত বড় একটা দুর্নীতিতে জড়িয়ে পড়ল তবু নির্বাক সিপিএম-বিজেপি! ফ্ল্যাশব্যাকে চলে যান এক দশক আগে। তখন যদি এইরকম কোনও দুর্নীতিতে সরকার জড়িয়ে পড়ত তবে কী হত?
কলকাতার রাজপথ স্তব্ধ করে দিতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা হলফ করে সকলেই বলতে পারবে। ঠিক ভুল যাই হোক প্রতিবাদের ক্ষেত্রে আজও মমতা বাংলায় আনপ্যারালাল। অথচ তাঁর সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ এমন ভয়াবহ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কিন্তু বিরোধীরা কিছুই করতে পারছে না। তারা চারটে বিবৃতি দিয়ে দায় সাড়ছে!
দামোদরজুড়ে বেআইনি বালি খাদানের রমরমা পঞ্চায়েত ভোটে শাসকের মাথাব্যথা হতে পারে
বামেদের ছাত্রসংগঠন বরাবরই অত্যন্ত সক্রিয়। আন্দোলনের বিষয়ে গোটা দেশজুড়ে তাদের সুনাম আছে। কিন্তু এসএসসির এই দুর্নীতি নিয়ে তারা অদ্ভুতভাবে নিষ্ক্রিয়। তাদের শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হল তবু বাম ছাত্র-যুবরা কেউ পথে নামেনি! কোথাও কোনও ঘেরাও হল না। দেখে সত্যিই বিস্ময় জাগে। এ কী পশ্চিমবঙ্গই, নাকি এখানকার রাজনৈতিক সংস্কৃতিটাই বদলে গেছে?
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি ভয়াবহ আকার ধারণ করেছিল। কিন্তু এসএসসি কেলেঙ্কারি ব্যাপকতায় তাকেও ছাপিয়ে গিয়েছে। তবে এটা ঠিক ব্যাপমের সঙ্গে জড়িতরা একের পর এক মারা যাচ্ছিল। সৌভাগ্যক্রমে এসএসসির ক্ষেত্রে সেটা হয়নি।
তবে এই নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা যার আমলে এই এসএসসি কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ সেই পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন মুঘল আমল থেকেই এমন নানান ছোট-বড় ঘটনা ঘটে আসছে! মন্ত্রী মশাইয়ের বক্তব্যের নির্যাস, যেন সরকার চালাতে গেলে এমন একটু আধটু হয়। তা নিয়ে অত মাথা ঘামালে চলেনা!